TRENDING:

Howrah News: হুড়মুড়িয়ে ভাঙছে বাড়িঘর! রাস্তা ফেটে চৌচির! কেন এমন আতঙ্করাজ হাওড়ার বেলগাছিয়ায়

Last Updated:

ধসে ভেঙে পড়ছে বসত বাড়ি, কংক্রিটের রাস্তা ফেটে চৌচির! হাওড়ার ঘনবসতি বেলগাছিয়া ভাগারধারে মানুষের আর্তনাদ। খিদেতে ছটফট করছে শিশুরা, চালচুলোহীন মানুষ আশ্রয় নিয়েছে রাস্তার পার্শ্ববর্তী বা গাছ তলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ধসে ভেঙে পড়ছে বসত বাড়ি, কংক্রিটের রাস্তা ফেটে চৌচির! হাওড়ার ঘনবসতি বেলগাছিয়া ভাগারধারে মানুষের আর্তনাদ। খিদেতে ছটফট করছে শিশুরা, চালচুলোহীন মানুষ আশ্রয় নিয়েছে রাস্তার পার্শ্ববর্তী বা গাছ তলায়। প্রায় শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। একের পর এক পরিবার প্রাণে বাঁচতে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। ধস যেভাবে এলাকা গ্রাস করছে, আগামী আরও ভয়ংকর হতে পারে।
advertisement

ক্ষতিগ্রস্ত এলাকা পুনরায় বাসযোগ্য হবে কি সে বিষয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গত বুধবার থেকে একের পর এক ধস নামার কাণ্ড মানুষকে দারুণভাবে প্রভাবিত করেছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় মানুষরা। খাদ্য বাসস্থান ও পানীয় জলের সমস্যা দারুণভাবে সমস্যায় ফেলে মানুষকে। যদিও প্রায় দিন চারেক পর পাইপ লাইন মেরামতির কাজ শেষ হতে জল পৌঁছছে।

advertisement

আরও পড়ুন: বাজেট পেশ হাওড়া পুরসভার! কী কী সুবিধা পেতে চলেছে পুর নাগরিকরা? জেনে নিন

তবে খাবারের অভাবের পাশাপাশি বাসস্থানের দারুণ সমস্যা। হাওড়া পুরসভার তরফে ঘরহারা মানুষের জন্য পানীয় জল পৌঁছে দেওয়ার পাশাপাশি থাকার ব্যবস্থা কথা জানান হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে পাইপ লাইনে পানীয় জল পরিষেবা চালু হতে জলের সমস্যা সমাধান হতে চললেও বাসস্থান নিয়ে চিন্তিত মানুষ। প্রশাসনের ভূমিকায় নানা অভিযোগ স্থানীয়দের। ধস নামার কারণে বহু বাড়ি ধূলিসাৎ প্রায় আগামী দিনে ছেলে বুড়ো নিয়ে পরিবারের আস্তানা কোথায় হবে চিন্তার ভাঁজ মানুষের কপালে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

হাওড়া পুরসভার তরফে জানান হয়, স্থানীয় মানুষের থাকার জন্য দুটি স্কুল চিহ্নিত করা হয়েছে। একটি হাওড়া পুরসভার অধীনস্থ স্কুল এবং অন্যটি বেসরকারি স্কুল ক্যাম্পাস। মাইকিং এর মাধ্যমে মানুষকে সতর্ক করা হচ্ছে। অনেকই মনে করছেন, এই ধসের কারণ ড্রাম্পিং গ্রাউন্ডে ওভারলোড। আবর্জনা স্তূপের অতিরিক্ত ওজন পার্শ্ববর্তী এলাকা ধ্বংসাত্মক রূপ নিচ্ছে। এছাড়াও প্রাচীন এই শহরের ভূগর্ভ থেকে বিপুল পরিমাণ জল তোলা হচ্ছে। সেই সঙ্গে প্রায় পাঁচ শতাব্দী প্রাচীন এই শহরে নির্মাণ ব্যাপক হারে বাড়ছে। এমন বিভিন্ন ঘটনার জেরে ধস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: হুড়মুড়িয়ে ভাঙছে বাড়িঘর! রাস্তা ফেটে চৌচির! কেন এমন আতঙ্করাজ হাওড়ার বেলগাছিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল