ক্ষতিগ্রস্ত এলাকা পুনরায় বাসযোগ্য হবে কি সে বিষয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গত বুধবার থেকে একের পর এক ধস নামার কাণ্ড মানুষকে দারুণভাবে প্রভাবিত করেছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় মানুষরা। খাদ্য বাসস্থান ও পানীয় জলের সমস্যা দারুণভাবে সমস্যায় ফেলে মানুষকে। যদিও প্রায় দিন চারেক পর পাইপ লাইন মেরামতির কাজ শেষ হতে জল পৌঁছছে।
advertisement
আরও পড়ুন: বাজেট পেশ হাওড়া পুরসভার! কী কী সুবিধা পেতে চলেছে পুর নাগরিকরা? জেনে নিন
তবে খাবারের অভাবের পাশাপাশি বাসস্থানের দারুণ সমস্যা। হাওড়া পুরসভার তরফে ঘরহারা মানুষের জন্য পানীয় জল পৌঁছে দেওয়ার পাশাপাশি থাকার ব্যবস্থা কথা জানান হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে পাইপ লাইনে পানীয় জল পরিষেবা চালু হতে জলের সমস্যা সমাধান হতে চললেও বাসস্থান নিয়ে চিন্তিত মানুষ। প্রশাসনের ভূমিকায় নানা অভিযোগ স্থানীয়দের। ধস নামার কারণে বহু বাড়ি ধূলিসাৎ প্রায় আগামী দিনে ছেলে বুড়ো নিয়ে পরিবারের আস্তানা কোথায় হবে চিন্তার ভাঁজ মানুষের কপালে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাওড়া পুরসভার তরফে জানান হয়, স্থানীয় মানুষের থাকার জন্য দুটি স্কুল চিহ্নিত করা হয়েছে। একটি হাওড়া পুরসভার অধীনস্থ স্কুল এবং অন্যটি বেসরকারি স্কুল ক্যাম্পাস। মাইকিং এর মাধ্যমে মানুষকে সতর্ক করা হচ্ছে। অনেকই মনে করছেন, এই ধসের কারণ ড্রাম্পিং গ্রাউন্ডে ওভারলোড। আবর্জনা স্তূপের অতিরিক্ত ওজন পার্শ্ববর্তী এলাকা ধ্বংসাত্মক রূপ নিচ্ছে। এছাড়াও প্রাচীন এই শহরের ভূগর্ভ থেকে বিপুল পরিমাণ জল তোলা হচ্ছে। সেই সঙ্গে প্রায় পাঁচ শতাব্দী প্রাচীন এই শহরে নির্মাণ ব্যাপক হারে বাড়ছে। এমন বিভিন্ন ঘটনার জেরে ধস।
রাকেশ মাইতি