TRENDING:

Ram Navami: ৭ মুখোপাধ্যায় পরিবারে ছেলে হলেই নাম হয় শুধুই রাম দিয়ে, রামনবমীতে এখানে হয় দারুণ উৎসব

Last Updated:

Ram Navami: ৪০-৪৫ জন পুরুষ সদস্যের নাম শুরু হয় রাম দিয়ে। রামচরণ, রামশরণ, রামরঞ্জন কিংবা রামানন্দ মুখ। নামের শুরু রাম দিয়েই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: এই পাড়াতে সবাই রাম। প্রভু রামচন্দ্রকে নিষ্ঠাভরে স্মরণ করেন এই গ্রামের বাসিন্দারা এবং রীতি মেনে করে আসছেন এমন এক কাজ যা জানলে আপনি অবাক হবেন। তার পাশাপাশি সকলের রামনবমীর দিন সকলের চোখ থাকে বাঁকুড়া জেলার আঁচুড়িগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, পশ্চিম সানাবাঁধ গ্রামের রাম পাড়ায়। কারণ, এই পাড়ায় সাত মুখোপাধ্যায় পরিবারের বাস। এই সাত পরিবারের ৪০-৪৫ জন পুরুষ সদস্যের নাম শুরু হয় রাম দিয়ে। রামচরণ, রামশরণ, রামরঞ্জন কিংবা রামানন্দ মুখ। নামের শুরু রাম দিয়েই।
advertisement

পরিবারে পুত্রের জন্ম হলে তার নাম রাখা হয় ‘রাম’ দিয়েই। নাম একবার ব্যবহার হয়ে গেলে পরবর্তীতে সেই নাম পুনরায় ব্যবহার করা হয় না। বাঁকুড়ার সঙ্গে এই গ্রামের হাত ধরেই ৭৮০ কিলোমিটার দূরে অযোধ্যার বিশেষ যোগসূত্র। সেই যোগসূত্র থাকার কারণেই রামের প্রতি এত নিবেদিত প্রাণ তাঁরা। অযোধ্যা থেকে কর্মসূত্রে রামসরণ মুখোপাধ্যায় এসেছিলেন বাঁকুড়ার এই গ্রামে। ওনার হাতেই আনুমানিক ২৫০ থেকে ৩০০ বছর আগে শালগ্রাম শিলার নিরাকার রাম প্রতিষ্ঠা পায় এই মন্দিরেই।

advertisement

আরও পড়ুন – Love is Love: ‘লভ কে লিয়ে কুছ ভি করেগা’- স্বামী গারদের পিছনে, পিঁয়াজের মধ্যে দিয়ে পৌঁছে দিচ্ছিল সিম কার্ড, তারপর যা হল

বর্তমানে সাত মুখোপাধ্যায় পরিবার প্রত্যেকেই রামের সেবাইত। পালা করে দিনে তিন বার করে রামের পুজো করেন তাঁরা। সামনেই রামনবমী। তার কারণেই রাম পাড়ার দিকে চোখ থাকছে মানুষের। প্রতিদিন নিত্য সেবার পাশাপাশি রামের পুজো করে থাকেন তাঁরা। তবে রামনবমী বিশেষ পুজোর মাধ্যমে পালন করা হবে রাম পাড়ায়। থাকবে না কোন বর্ণাঢ্য শোভাযাত্রা!  শুধুই নিখাদ ভক্তি।

advertisement

রাম পাড়ার বর্ষীয়ান ব্যক্তি বলেন, ‘‘একটা কথাই বলব যাতে রামচন্দ্র সবাইকে সুখী করেন। আমাদের বহু পুরোনো মন্দির এবং তার ঐতিহ্য। আমার আট পুরুষ ধরে এই পরম্পরা বজায় রেখেছি। রাম নবমীর দিন বিশেষ পুজো হবে। শুধুমাত্র রামের প্রতি নিবেদিত প্রাণ আমরা।”

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

Neelanjan Banerjee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ram Navami: ৭ মুখোপাধ্যায় পরিবারে ছেলে হলেই নাম হয় শুধুই রাম দিয়ে, রামনবমীতে এখানে হয় দারুণ উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল