TRENDING:

Bankura News: পিকনিকে স্বরক্ষেপণ বিদ্যা, জাদুকর শিবপ্রসাদ মিশ্রের কামাল করা উপস্থাপন! দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও

Last Updated:

Bankura News: ওন্দায় যুবসমাজের পিকনিক মঞ্চে এক গলায় দু’টি চরিত্র ফুটিয়ে তুলে দর্শকদের তাক লাগিয়ে দিলেন বাঁকুড়ার জাদুকর শিবপ্রসাদ মিশ্র। কচিকাঁচা থেকে বয়স্ক—সবাই মুগ্ধ হলেন এই অভিনব স্বরক্ষেপণ বিদ্যার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: মঞ্চে তখন একজনই মানুষ—কিন্তু কথা বলছে দু’জন! এক মুহূর্তে গম্ভীর প্রাপ্তবয়স্ক কণ্ঠ, পরক্ষণেই শিশুসুলভ দুষ্টুমি ভরা স্বর। চোখের সামনে দাঁড়িয়ে থাকা দর্শকরা প্রথমে হকচকিয়ে গেলেন, তারপর বিস্ময়ে স্তব্ধ। যেন এক শরীরেই বাস করছে দুই ভিন্ন চরিত্র, যারা নিজেদের মধ্যেই জমিয়ে গল্প করছে। বাঁকুড়ার ওন্দায় এই অবিশ্বাস্য অভিজ্ঞতার সাক্ষী থাকল শতাধিক মানুষ, আর সেই জাদুর কারিগর ছিলেন বাঁকুড়ারই জাদুকর শিবপ্রসাদ মিশ্র।
advertisement

বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের মিত্রপাড়ার বাসিন্দা শিবপ্রসাদ মিশ্র এদিন তুলে ধরলেন এক অভিনব স্বরক্ষেপণ বিদ্যা। নিজের কণ্ঠস্বরের ওঠানামা, টোন ও অভিব্যক্তির নিখুঁত নিয়ন্ত্রণে তিনি সৃষ্টি করলেন আরেকটি কাল্পনিক চরিত্র, যার সঙ্গে মঞ্চেই শুরু হল মজার কথোপকথন। দর্শকদের চোখে-মুখে তখন বিস্ময়—দেখে মনে হচ্ছিল, যেন দুই ভিন্ন মানুষ একই সঙ্গে কথা বলছে।

advertisement

আরও পড়ুন: বারুইপুর স্টেশন নিয়ে রেলের নয়া প্ল্যান! ঘুরে দেখলেন ডিআরএম, পরিদর্শনকালে গাদা গাদা অভিযোগ যাত্রীদের

ওন্দা যুবসমাজ পরিচালিত একটি পিকনিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপ্রসাদ মিশ্র। তাঁর সঙ্গে ডান হাত হিসেবে ছিলেন জনি। দু’জনে মিলে এমন সাবলীল ও প্রাণবন্ত পরিবেশনা উপহার দেন, যা মুহূর্তের মধ্যেই দর্শকদের মন জয় করে নেয়। কখনও হাসির ফোয়ারা, কখনও আবার চমকে দেওয়া সংলাপ—সব মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য বিনোদনের আসর।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
স্মার্ট প্রযুক্তিতে হার্ট পরীক্ষা, সিউড়িতে 'উপহার' এর হাত ধরে রুখে দেওয়া হবে হার্ট অ্যাটাক
আরও দেখুন

এই অভিনব স্বরক্ষেপণ খেলা শুধু শিশুদের নয়, বয়স্ক দর্শকদেরও সমানভাবে আনন্দিত করে। কচিকাঁচাদের উচ্ছ্বাস আর বড়দের মুগ্ধ দৃষ্টি স্পষ্ট করে দেয়—ডিজিটাল যুগের বিনোদনের ভিড়েও এমন লাইভ পারফরম্যান্সের আবেদন আজও অমলিন। ওন্দার এই পিকনিক অনুষ্ঠানে শিবপ্রসাদ মিশ্র প্রমাণ করলেন, সৃজনশীলতা আর দক্ষতা থাকলে একাই সৃষ্টি করা যায় বহু চরিত্রের জাদু।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: পিকনিকে স্বরক্ষেপণ বিদ্যা, জাদুকর শিবপ্রসাদ মিশ্রের কামাল করা উপস্থাপন! দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল