বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের মিত্রপাড়ার বাসিন্দা শিবপ্রসাদ মিশ্র এদিন তুলে ধরলেন এক অভিনব স্বরক্ষেপণ বিদ্যা। নিজের কণ্ঠস্বরের ওঠানামা, টোন ও অভিব্যক্তির নিখুঁত নিয়ন্ত্রণে তিনি সৃষ্টি করলেন আরেকটি কাল্পনিক চরিত্র, যার সঙ্গে মঞ্চেই শুরু হল মজার কথোপকথন। দর্শকদের চোখে-মুখে তখন বিস্ময়—দেখে মনে হচ্ছিল, যেন দুই ভিন্ন মানুষ একই সঙ্গে কথা বলছে।
advertisement
আরও পড়ুন: বারুইপুর স্টেশন নিয়ে রেলের নয়া প্ল্যান! ঘুরে দেখলেন ডিআরএম, পরিদর্শনকালে গাদা গাদা অভিযোগ যাত্রীদের
ওন্দা যুবসমাজ পরিচালিত একটি পিকনিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপ্রসাদ মিশ্র। তাঁর সঙ্গে ডান হাত হিসেবে ছিলেন জনি। দু’জনে মিলে এমন সাবলীল ও প্রাণবন্ত পরিবেশনা উপহার দেন, যা মুহূর্তের মধ্যেই দর্শকদের মন জয় করে নেয়। কখনও হাসির ফোয়ারা, কখনও আবার চমকে দেওয়া সংলাপ—সব মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অনন্য বিনোদনের আসর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অভিনব স্বরক্ষেপণ খেলা শুধু শিশুদের নয়, বয়স্ক দর্শকদেরও সমানভাবে আনন্দিত করে। কচিকাঁচাদের উচ্ছ্বাস আর বড়দের মুগ্ধ দৃষ্টি স্পষ্ট করে দেয়—ডিজিটাল যুগের বিনোদনের ভিড়েও এমন লাইভ পারফরম্যান্সের আবেদন আজও অমলিন। ওন্দার এই পিকনিক অনুষ্ঠানে শিবপ্রসাদ মিশ্র প্রমাণ করলেন, সৃজনশীলতা আর দক্ষতা থাকলে একাই সৃষ্টি করা যায় বহু চরিত্রের জাদু।





