Love is Love: ‘লভ কে লিয়ে কুছ ভি করেগা’- স্বামী গারদের পিছনে, পিঁয়াজের মধ্যে দিয়ে পৌঁছে দিচ্ছিল সিম কার্ড, তারপর যা হল
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Love is Love: জেলখানায় কয়েদি স্বামীর জন্য আনা খাবারের মধ্যেই ছিল এই জিনিস! শ্রীঘরে ঠাঁই স্ত্রীর
কৃষ্ণনগর: পিঁয়াজের ভিতরে জেলখানায় সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল কয়েদির স্ত্রী। প্রেম এবং ভালবাসা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে তা নিদর্শন এর আগেই আমরা বহু দেখেছি। ভালবাসা অনেক সময় ছাপিয়ে যায় আইনের নিয়ম-কানুনকেও। তবে কথায় আছে আইনের চোখ অন্ধ। তার বিচার সবার জন্য এক, আর সেই কারণেই আইনের উর্ধ্বে গিয়ে ভালবাসা দেখাতে গিয়ে শেষমেষ বিচারাধীন বন্দির স্ত্রীর হাতে হাতকড়া পড়ল ।
মাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দি স্বামী। জেলা বসেই সেই কারবার চালানোর উদ্দেশেতাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী। বাড়ি থেকে আনা খাবারের সঙ্গে দেওয়া পেঁয়াজের ভেতরে সিম কার্ড ভরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল সে। কিন্তু শেষ রক্ষা হল না, তার আগেই ধরা পরে গেলেন কারা রক্ষীদের কাছে, উদ্ধার হয়েছে ১৩ টি সিম কার্ড। গতকাল ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম শরমিনা বিবি, তার বাড়ি মুর্শিদাবাদের কুমারপুরে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে বেশ কিছুদিন আগে তার স্বামী মনিরুল সেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে। এরপর থেকেই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দি আছে সে। গতকাল তার স্ত্রী তার সঙ্গে দেখা করতে যান এর পাশাপাশি বাড়ি থেকে আনা খাবার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য জেল খানার কর্মীর হাতে তুলে দেন তিনি।
advertisement
খাবার পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ কারারক্ষীদের। দেখা যায় পেঁয়াজের খোসার ভিতরে লুকিয়ে রাখা আছে সিম কার্ড। ১৩ টি সিম কার্ড উদ্ধার হয়। আটক করা হয় ওই মহিলাকে। এরপর কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 29, 2025 3:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Love is Love: ‘লভ কে লিয়ে কুছ ভি করেগা’- স্বামী গারদের পিছনে, পিঁয়াজের মধ্যে দিয়ে পৌঁছে দিচ্ছিল সিম কার্ড, তারপর যা হল








