Big Expose on Meerut Murder Case: মার্ডার কী- ছোট্ট মেয়ের প্রশ্নের উত্তর কে দেবে, বউয়ের অন্য পুরুষের সঙ্গে লভ অ্যাফেয়ারের কথা জেনে গিয়েছিল সৌরভ, ফিরে এসেছিল কাজ ছেড়ে, নতুন কোন সত্যি বদলে দিচ্ছে ঘটনার মোড়

Last Updated:
Meerut Murder Muskan: কেস প্রতি মুহূর্তেই বদলাচ্ছে, একবার মুসকানের উপর যাচ্ছে সব দোষ, আবার এখন ঘুরে গিয়ে সাহিলকেই বলা হচ্ছে মাস্টারমাইন্ড
1/9
Big Expose on Meerut Murder Case: রোজই নতুন নাটকের সিনের মতো বদলে যাচ্ছে মুসকানের হাতে সৌরভের খুনের ঘটনা৷ তদন্ত এবং মামলার শুনানি দুই মিলিয়ে সামনে আসছে নতুন নতুন তথ্য৷ প্রেম করে বিয়ে করা স্বামীর সঙ্গে দাম্পত্যের শুরুতেই বড়সড় ধাক্কা খেতে হয়েছিল মুসকানকে৷ মধ্যবিত্ত পরিবারের মেয়ে মুসকানকে ভালবেসে বিয়ে করার জন্য সৌরভ বাড়ির সঙ্গে সম্পর্ক ভেঙে চলে এসেছিল৷ এদিকে বিয়ের পরপরই লকডাউন হয়ে যাওয়ায় সে সময় কোনও কাজও ছিল না সৌরভের৷
Big Expose on Meerut Murder Case: রোজই নতুন নাটকের সিনের মতো বদলে যাচ্ছে মুসকানের হাতে সৌরভের খুনের ঘটনা৷ তদন্ত এবং মামলার শুনানি দুই মিলিয়ে সামনে আসছে নতুন নতুন তথ্য৷ প্রেম করে বিয়ে করা স্বামীর সঙ্গে দাম্পত্যের শুরুতেই বড়সড় ধাক্কা খেতে হয়েছিল মুসকানকে৷ মধ্যবিত্ত পরিবারের মেয়ে মুসকানকে ভালবেসে বিয়ে করার জন্য সৌরভ বাড়ির সঙ্গে সম্পর্ক ভেঙে চলে এসেছিল৷ এদিকে বিয়ের পরপরই লকডাউন হয়ে যাওয়ায় সে সময় কোনও কাজও ছিল না সৌরভের৷
advertisement
2/9
মুসকানের মা জানিয়েছেন তার মেয়ে খুবই ঘরোয়া ছিল৷  সে সময় সে খুবই কষ্ট করে থাকত৷ দুটো গদির উপর থাকত তারা৷ খাবার কিনে খাওয়ার পয়সা ছিল না, মুসকানের পরিবারই চালিয়েছিল খরচ৷  সে সময়েও সৌরভ ও মুসকানের খুবই ঝগড়া হত৷
মুসকানের মা জানিয়েছেন তার মেয়ে খুবই ঘরোয়া ছিল৷  সে সময় সে খুবই কষ্ট করে থাকত৷ দুটো গদির উপর থাকত তারা৷ খাবার কিনে খাওয়ার পয়সা ছিল না, মুসকানের পরিবারই চালিয়েছিল খরচ৷  সে সময়েও সৌরভ ও মুসকানের খুবই ঝগড়া হত৷
advertisement
3/9
এদিকে এরপর মার্চেন্ট নেভির চাকরি পেয়ে যাওয়ার পরেই পুরো পরিস্থিতি বদলে গিয়েছিল৷ বাইরে চলে গিয়েছিল সৌরভ৷ মুসকানের মায়ের মতে এই সময়েই কিছু একটা বড়সড় গলদ হয়ে গিয়েছিল৷ এই সময়েই মুসকানকে বদলাতে শুরু করে সাহিল৷
এদিকে এরপর মার্চেন্ট নেভির চাকরি পেয়ে যাওয়ার পরেই পুরো পরিস্থিতি বদলে গিয়েছিল৷ বাইরে চলে গিয়েছিল সৌরভ৷ মুসকানের মায়ের মতে এই সময়েই কিছু একটা বড়সড় গলদ হয়ে গিয়েছিল৷ এই সময়েই মুসকানকে বদলাতে শুরু করে সাহিল৷
advertisement
4/9
মুসকানের মায়ের মতে তাঁর মেয়ে খুবই ঘরোয়া ছিল, লেখাপড়ায় মাথা না থাকার কারণে সে নিজেই বলেছিল লেখাপড়াতে তার পিছনে খরচ না করতে৷ সে বাড়ির সব কাজ করত, রান্না করত৷ ফলে এরকম ঘরোয়া মেয়ে কীভাবে নিজের বুদ্ধিতে স্বামীকে নৃশংসতম প্ল্যান করে খুন করে সে৷ পুরোটাই- সাহিল যে এই জঘন্য প্ল্যানিং করেছে৷
মুসকানের মায়ের মতে তাঁর মেয়ে খুবই ঘরোয়া ছিল, লেখাপড়ায় মাথা না থাকার কারণে সে নিজেই বলেছিল লেখাপড়াতে তার পিছনে খরচ না করতে৷ সে বাড়ির সব কাজ করত, রান্না করত৷ ফলে এরকম ঘরোয়া মেয়ে কীভাবে নিজের বুদ্ধিতে স্বামীকে নৃশংসতম প্ল্যান করে খুন করে সে৷ পুরোটাই- সাহিল যে এই জঘন্য প্ল্যানিং করেছে৷
advertisement
5/9
এদিকে ঘটনার পরের পর্বে নাকি সৌরভ জেনে গিয়েছিল তার বউ আর সাহিল লাভ অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে৷ পাশাপাশি তদন্তে উঠে এসেছে বিলেত থেকে মার্চেন্ট নেভির চাকরিও সে ছেড়ে চলে এসেছিল৷
এদিকে ঘটনার পরের পর্বে নাকি সৌরভ জেনে গিয়েছিল তার বউ আর সাহিল লাভ অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে৷ পাশাপাশি তদন্তে উঠে এসেছে বিলেত থেকে মার্চেন্ট নেভির চাকরিও সে ছেড়ে চলে এসেছিল৷
advertisement
6/9
২৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে ফেরে সৌরভ, ২৫ ফেব্রুয়ারি মুসকানের জন্মদিন ছিল৷ ২৮ ফেব্রুয়ারি পালন করা হয় মেয়ের জন্মদিন৷ ৩ মার্চ মুসকান সৌরভের ডিনারে ঘুমের ওষুধ দিয়ে দেয়৷ সেদিনই গভীর রাতে সাহিলকে বাড়িতে ডেকে নেয়, এবং সেখানেই তাকে হত্যা করে দেয়৷
২৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে ফেরে সৌরভ, ২৫ ফেব্রুয়ারি মুসকানের জন্মদিন ছিল৷ ২৮ ফেব্রুয়ারি পালন করা হয় মেয়ের জন্মদিন৷ ৩ মার্চ মুসকান সৌরভের ডিনারে ঘুমের ওষুধ দিয়ে দেয়৷ সেদিনই গভীর রাতে সাহিলকে বাড়িতে ডেকে নেয়, এবং সেখানেই তাকে হত্যা করে দেয়৷
advertisement
7/9
৪ মার্চ মেয়েকে মায়ের কাছে ছেড়ে সাহিলের সঙ্গে সিমলা যায়৷ ১৭ মার্চ মেরঠে ফেরে সে৷ ১৮ মার্চ পুলিশ ড্রাম থেকে সৌরভের লাশ উদ্ধার করে এবং সাহিল ও মুসকানকে গ্রেফতার করে৷
৪ মার্চ মেয়েকে মায়ের কাছে ছেড়ে সাহিলের সঙ্গে সিমলা যায়৷ ১৭ মার্চ মেরঠে ফেরে সে৷ ১৮ মার্চ পুলিশ ড্রাম থেকে সৌরভের লাশ উদ্ধার করে এবং সাহিল ও মুসকানকে গ্রেফতার করে৷
advertisement
8/9
এদিকে সৌরভকে খুন করে দেওয়ার পরেও সৌরভের ফোন চালু রেখেছিল মুসকান৷ এবং সব মেসেজের রিপ্লাইও করত সে৷ অথচ মুসকানের মা-বাবার দাবি ২ বছর ধরে নেশা করিয়ে করিয়ে মুসকানের ওপর নিজের প্রভাব বাড়িয়ে নিয়েছিল সাহিল৷
এদিকে সৌরভকে খুন করে দেওয়ার পরেও সৌরভের ফোন চালু রেখেছিল মুসকান৷ এবং সব মেসেজের রিপ্লাইও করত সে৷ অথচ মুসকানের মা-বাবার দাবি ২ বছর ধরে নেশা করিয়ে করিয়ে মুসকানের ওপর নিজের প্রভাব বাড়িয়ে নিয়েছিল সাহিল৷
advertisement
9/9
এদিকে মুসকানের এই ঘটনায় ৬ বছরের মেয়ের জীবনও বড় প্রশ্নের সামনে দাঁড়িয়েছে৷ ছোট মেয়ে নিজের মতো খেলাধুলোয় ব্যস্ত থাকলেও মাঝে মাঝেই খোঁজ নিচ্ছে বাবা কোথায়, কখনও আবার জিজ্ঞাসা করছে মার্ডার কী৷
এদিকে মুসকানের এই ঘটনায় ৬ বছরের মেয়ের জীবনও বড় প্রশ্নের সামনে দাঁড়িয়েছে৷ ছোট মেয়ে নিজের মতো খেলাধুলোয় ব্যস্ত থাকলেও মাঝে মাঝেই খোঁজ নিচ্ছে বাবা কোথায়, কখনও আবার জিজ্ঞাসা করছে মার্ডার কী৷
advertisement
advertisement
advertisement