নদিয়ার শান্তিপুরে এইরকমই অভিনব এক চুরির চক্র সক্রিয় হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। চুরি যাচ্ছে মহিলাদের মাথার চুল! প্রায়শই বিভিন্ন এলাকায় এক শ্রেণির হকার বিভিন্ন জিনিসপত্রের বদলে কখনও নগদ অর্থের বদলে কিনে থাকেন মহিলাদের মাথার উঠে যাওয়া চুল । সেক্ষেত্রে নিছক কম দাম পাওয়া যায় না। তা জানেন মহিলারাও তাই চুল পরিচর্যা কিংবা আঁচড়ানোর সময় উঠে যাওয়া চুল তারা সযত্নে জমিয়ে রাখেন।
advertisement
আরও পড়ুন: তৃণমূলের থিম সং শ্যুট! প্রচারে কোনও ত্রুটি রাখতে নারাজ শতাব্দী
আরও পড়ুন: কোন সময়ে খাবার খান? পাতে কী কী থাকে? সঠিক নিয়ম না জানলে মহাবিপদ
তবে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, মহিলাদের লম্বা চুল নাকি বিক্রি হয় ৪০-৫০ লক্ষ টাকা পর্যন্ত মূল্যে। স্থানীয় কাউন্সিলর দীপঙ্কর সাহা বলেন, “খবর পেতেই আমি ওই পরিবারের সঙ্গে কথা বলেছি। এমনকি এই বিষয় নিয়ে প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছি, এবং দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি।” এই ঘটনায় যদিও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।
মৈনাক দেবনাথ