Loksabha Elections 2024: তৃণমূলের থিম সং শ্যুট! প্রচারে কোনও ত্রুটি রাখতে নারাজ শতাব্দী

Last Updated:

Loksabha Elections 2024: বুধবার দুর্যোগের মধ্যেও সিউড়ির কাছে তসরকাটা জঙ্গলের মাঝে দলীয় কর্মীদের নিয়ে শ্যুটিং করলেন শতাব্দী। ঘটনাচক্রে বীরভূমের তিন বারের সাংসদ শতাব্দী রায় এবারও তৃণমূলের লোকসভার প্রার্থী।

+
শুটিং

শুটিং এর মাঝে শতাব্দী রায়

বীরভূম: ‘এই বঙ্গের মেয়েরা সব মমতাকেই চায়, কারণ তারা সুখে আছে মমতার ভরসায়’, বক্সে বেজে উঠল এই গান। পরিচালক বললেন, ‘স্টার্ট, ক্যামেরা, অ্যাকশন’। নিজের লেখা গানের তালে নিজের কর্মীদের সঙ্গে নেচে উঠলেন বিদায়ী সাংসদ তথা বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। নেত্রী তখন অভিনেত্রী। কর্মীদের কারও হাতে লক্ষ্মীর ভাণ্ডার, কেউ নিয়েছেন রুপশ্রী প্রকল্পের ব্যানার। আর স্বয়ং অভিনেত্রী শতাব্দীর হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। নিজের পরিচালনায় নেটমাধ্যমের জন্য এবার থিম সং করছেন শতাব্দী রায়।
বুধবার দুর্যোগের মধ্যেও সিউড়ির কাছে তসরকাটা জঙ্গলের মাঝে দলীয় কর্মীদের নিয়ে শ্যুটিং করলেন শতাব্দী। ঘটনাচক্রে বীরভূমের তিন বারের সাংসদ শতাব্দী রায় এবারও তৃণমূলের লোকসভার প্রার্থী। তিনি জানালেন, “নেটমাধ্যমে এটাই প্রচারের চ্যালেঞ্জ। নেটমাধ্যমের সঙ্গেই এলাকার প্রতিটি জনসভায় এই থিম সং বাজবে।” গত কয়েকদিন ধরেই বাংলা  দুবরাজপুরের সাহাপুরে কর্মীদের বাইকে চেপে তিনি ছুটছেন। রামপুরহাটের বনহাটের রাস্তায় কর্মীদের মাঝে সাংসদ। বুধবার তো মুখভার হয়ে থাকা আকাশ আর ঝিরঝির বৃষ্টির মাঝেই তসরকাটার জঙ্গলে সাত সকালে হাজির সাংসদ।
advertisement
এখানেও তাঁর কাছে ‘কল টাইম’। মানে সঠিক সময়ে হাজির হতে হবে। সেখানে হুড খোলা জিপে তৃণমূলের পতাকা হাতে শতাব্দী আর তাঁর সঙ্গে কয়েকশো বাইকে দলীয় কর্মীরা তৃণমূলের পতাকা হাতে। পরিচালক শতাব্দী তাঁর পরিচিত মাঠে যেন আরও সাবলীল। মাইক্রোফোন হাতে নিয়ে কর্মীদের জানালেন, “ওয়েদার খুব খারাপ। আমার কথা মন দিয়ে শুনুন।যেমন বলছি তেমন করুন।”
advertisement
advertisement
শতাব্দী রায় বলেন, “এবারে প্রচারের ধরনটা একটু পাল্টালাম। আমাদের দলের কাউন্সিলর, বিধায়ক, কর্মী সবাইকে নিয়েই এই শ্যুটিং চলছে। আমি ইচ্ছা করলেই পেশাদার লোক এনে শ্যুটিংটা করতে পারতাম। কিন্তু তাতে কর্মীদের এই যে উৎসাহ দেখছি, তা পেতাম না।”
advertisement
ক্যামেরা করছে পেশাদার লোক। শতাব্দীর রচনায় সুর দিয়েছেন পীযূষ।সেই সুরেই বুধবার দিনভর তিলপাড়া, সিউড়ির স্টেডিয়াম থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শ্যুটিং করলেন তৃণমূল প্রার্থী।  শতাব্দী জানালেন, “আমি বীরভূমকে বাদ দিয়ে, নিজের কেন্দ্রকে বাদ দিয়ে কখনও শ্যুটিং করি না। এবারও এপ্রিলে একটা সিনেমার জন্য ডেট চেয়েছিল। আমি তাতে রাজি হইনি। আসলে আমি এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। তাই এদিনের এই শ্যুটিংও তো আমার প্রচারের অঙ্গ হিসাবেই থেকে গেল।”
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Loksabha Elections 2024: তৃণমূলের থিম সং শ্যুট! প্রচারে কোনও ত্রুটি রাখতে নারাজ শতাব্দী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement