Bollywood Actor: মা বলিউডের সফল নায়িকা! কেরিয়ারের শুরুতে কস্টিউমটুকু পাননি ছেলে, বলুন তো তিনি কে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bollywood Actor: বলিউডের সফল তারকা-সন্তানদের মধ্যে অন্যতম। কেরিয়ারের শুরুতে রোম্যান্টিক ছবি করে দর্শক-মনে ছাপ ফেলেছিলেন তিনি। তবে নেতিবাচক চরিত্রে অভিনয় করতেও পিছপা হননি।
advertisement
advertisement
'কেয়া কেহনা' ছবিতে প্রীতি জিন্টা একজন কলেজ পড়ুয়ার চরিত্রে অভিনয় করেন। সেখানে দেখানো হয়, তাঁর চরিত্রটি প্রেমিকের কারণে গর্ভবতী হয়ে পড়ে। সেই ছবিতে প্রেমিকের ভূমিকায় দেখা যায় সইফকে। ছবিতে তাঁর ভাল বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন চন্দ্রচূড় সিং। প্রীতির প্রেমিকের চরিত্রে অন্য একজনের অভিনয় করার কথা ছিল। সেই অভিনেতা ছবিটি ছেড়ে চলে যাওয়ার পর বাধ্য হয়ে সইফকে এই ছবিতে কাস্ট করা হয়।
advertisement
advertisement