তাদের অনবদ্য ও প্রাণবন্ত পরিবেশনা বিচারকদের পাশাপাশি দর্শকদের কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়ে বেসরকারি টেলিভিশনের মঞ্চ থেকেই সাগ্নিক লাভ করল এই গর্বের মানরত্ন সম্মান। সাগ্নিকের সাফল্যে মানবাজার তো বটেই, সমগ্র পুরুলিয়া জেলা আজ গর্বিত।
advertisement
‘মানরত্ন’ সম্মানে ভূষিত পুরুলিয়ার খুদে গিটারিস্ট সাগ্নিক সুপকার
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে খুদে তারকা শিল্পী সাগ্নিক জানায়, “চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভাল লাগছে। আমাদের এত ভালোবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।ভবিষ্যতে গান-বাজনাই আমার একমাত্র লক্ষ্য।”
ছেলের এই সাফল্যে গর্বিত বাবা সুমিত সুপকার ও মা রানু সুপকার। বাবা সুমিত সুপকার বলেন, “গত পাঁচ মাস ধরে সাগ্নিক যেভাবে লড়াই করেছে এবং সেই লড়াইকে সফলতার রূপ দিতে পেরেছে, তাতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।” অন্যদিকে সাগ্নিকের এই কৃতিত্বকে সম্মান জানাতে ‘অল ইন্ডিয়া ইউথ কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন’-এর উদ্যোগে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনুষ্ঠানে কাউন্সিলের চেয়ারম্যান অমরেশ দত্ত সাগ্নিক সুপকারের হাতে উত্তরীয়, মানপত্র, পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাকে সম্মানিত করেন।





