Electrocuted Death: লরির ছাদে উঠে কাজ করার সময় হাই ভোল্টেজ তারের ঝটকা! ইসলামপুরে চোখের সামনে ঝলসে মৃত্যু যুবকের, পরিবারের মাথায় বাজ
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad Electrocuted Death: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত কাঞ্চনপুর এলাকায় লরির ছাদে উঠে কাজ করার সময় হাই ভোল্টেজ তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বছর ৩২-এর যুবক।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত কাঞ্চনপুর এলাকায়। জানা যায়, পন্যবাহী একটি ট্রাক অর্থাৎ লরির ছাদে উঠেছিলেন রিঙ্কু নামের ৩২ বছরের এক যুবক। লরির ছাদে উঠে কাজ করার সময়েই ঘটে অঘটন।
অসাবধানতাবশত লরির ছাদের উপরে কাজ করার সময়ে রিঙ্কুর শরীর হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর ভাবে অগ্নিদগ্ধ হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তাতে লাভ হল না।
আরও পড়ুনঃ ঘন কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি! মুহূর্তের অসতর্কতায় জাতীয় সড়কে পরপর দুটি বীভৎস দুর্ঘটনা, আহত ৬
এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা। রিঙ্কুর এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্কুলেই যেন মিনি রেস্তোরাঁ! দেশি, চাইনিজ ও সাউথ ইন্ডিয়ান এক ছাদের তলায় সব, ছাত্রীদের হাতের রান্নার স্বাদ লাজবাব
মৃতের দাদা জানিয়েছেন, লরির ছাদে উঠেছিলেন রিঙ্কু। কিন্তু কোনও কিছু বুঝে উঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। তড়িঘড়ি তাকে নামানো হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের রোজগারে পুরুষ ছিলেন রিঙ্কু। আগামী দিনে কীভাবে সংসার চালাবে তা ভেবে কুল পাচ্ছে না পরিবার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রিঙ্কুর অকাল মৃত্যুতে কান্নার রোল নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে। দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 08, 2026 1:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Electrocuted Death: লরির ছাদে উঠে কাজ করার সময় হাই ভোল্টেজ তারের ঝটকা! ইসলামপুরে চোখের সামনে ঝলসে মৃত্যু যুবকের, পরিবারের মাথায় বাজ









