advertisement

East Medinipur News: স্কুলেই যেন মিনি রেস্তোরাঁ! দেশি, চাইনিজ ও সাউথ ইন্ডিয়ান এক ছাদের তলায় সব, ছাত্রীদের হাতের রান্নার স্বাদ লাজবাব 

Last Updated:

East Medinipur News: পটাশপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে এক ব্যতিক্রমী ফুড ফেস্টিভ্যাল। খাবারের গন্ধে গন্ধে ম ম করছে স্কুল চত্বর। দেশি খাবারের পাশাপাশি রয়েছে চাইনিজ ও সাউথ ইন্ডিয়ান পদও।

+
পটাশপুরের

পটাশপুরের স্কুলে ফুড ফেস্টিভ্যাল

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: বিরিয়ানি থেকে কেক। পাস্তা, ভেজ বার্গার, চিলি চিকেন। পিঠে, মোমো, ইটলি, ধোসা, চাউমিন-আরও কত কী। কী চাই আপনার? সবই মিলছে এক ছাদের নিচে। তাও আবার কোনও নামী রেস্তোরাঁয় নয়। মিলছে স্কুল চত্বরে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছে এক ব্যতিক্রমী ফুড ফেস্টিভ্যাল। খাবারের গন্ধেই মন ভরে যাচ্ছে সকলের। প্রতিটি পদই নজরকাড়া। স্বাদে অতুলনীয়। একবার মুখে দিলেই আবার খেতে ইচ্ছে করছে। স্কুল যেন পরিণত হয়েছে এক মিনি ফুড হাবে।
এই ফুড ফেস্টিভ্যালের মূল উদ্যোক্তা স্কুলের ছাত্রীরাই। পড়াশোনার পাশাপাশি যে তারা কতটা দক্ষ, তারই প্রমাণ মিলছে এখানে। নিজের হাতেই তারা তৈরি করেছে নানান স্বাদের খাবার। দেশি খাবারের পাশাপাশি রয়েছে চাইনিজ ও সাউথ ইন্ডিয়ান পদও। সাজানো স্টল, পরিচ্ছন্নতা, খাবারের মান সব দিকেই নজর রেখেছে ছাত্রীরা।
আরও পড়ুনঃ একঘেয়ে মিড ডে মিল থেকে ছুটি, মেদিনীপুরের স্কুলে স্কুলে ফুড ফেস্টিভ্যালের বিরাট আয়োজন! শালপাতায় মোড়া জঙ্গলমহলের স্বাদ
প্রতিটি স্টলে দেখা যাচ্ছে তাদের আত্মবিশ্বাসী মুখ। কেউ রান্না করছে। কেউ পরিবেশন করছে। কেউ আবার অতিথিদের সঙ্গে কথা বলছে। এই উদ্যোগে ছাত্রীরা যেমন আনন্দ পাচ্ছে, তেমনই শিখছে বাস্তব জীবনের নানা দিক। ছাত্রীদের এই কাজে পাশে দাঁড়িয়েছেন তাদের মায়েরা। রান্নায় সাহায্য করেছেন তাঁরা। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকারাও। কীভাবে খাবার সাজাতে হবে, কীভাবে অতিথিদের আপ্যায়ন করতে হবে সব দিকেই পরামর্শ দিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এক স্ক্যানেই অপরাধীদের খেল খতম! আপনার পরিচয়ও থাকবে গোপন, অপরাধ দমনে এবার মোক্ষম দাওয়াই মালদহ জেলা পুলিশের
শিক্ষিকারা জানান, এই ধরনের ফুড ফেস্টিভ্যাল পড়াশোনার বাইরেও ছাত্রীদের অনেক কিছু শেখায়। আত্মনির্ভরতা বাড়ে। দলগত কাজের অভ্যাস তৈরি হয়। ছাত্রীদের এই ফুড ফেস্টিভ্যালের খ্যাতি ছড়িয়ে পড়েছে দ্রুত। পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ হাজির হন স্কুল প্রাঙ্গণে। কেউ পরিবারের সঙ্গে। কেউ বন্ধুদের নিয়ে। সকলেই খাবারের স্বাদ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেকেই বলছেন, স্কুলের ছাত্রীদের হাতে তৈরি খাবারের স্বাদ সত্যিই অসাধারণ। এই উদ্যোগের জন্য সবাই বাহবা দিচ্ছেন ছাত্রীদের। খুশি স্কুল কর্তৃপক্ষও।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: স্কুলেই যেন মিনি রেস্তোরাঁ! দেশি, চাইনিজ ও সাউথ ইন্ডিয়ান এক ছাদের তলায় সব, ছাত্রীদের হাতের রান্নার স্বাদ লাজবাব 
Next Article
advertisement
Gold Price To Hit Rs 9 Lakh Rupees: ৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
৯ লাখ টাকা হবে ১ ভরি সোনার দাম ? কবে ?
  • প্রতি ভরি সোনার দাম ৯ লাখ ?

  • সোনার দামের পূর্বাভাস ৷

  • কোথায় গিয়ে থামবে সোনার দাম ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement