West Medinipur News: একঘেয়ে মিড ডে মিল থেকে ছুটি, মেদিনীপুরের স্কুলে স্কুলে ফুড ফেস্টিভ্যালের বিরাট আয়োজন! শালপাতায় মোড়া জঙ্গলমহলের স্বাদ
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
West Medinipur News: অল্প বয়স থেকে পড়ুয়াদের মধ্যে ব্যবসায়িক চিন্তাধারা বিকাশের লক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের স্কুলে স্কুলে ফুড ফেস্টিভ্যালের আয়োজন। বাড়ি থেকে বানিয়ে আনা খাবার বিক্রি করল পড়ুয়ারা। কিনে খেলেন শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকরা।
স্কুলে এদিন মিড ডে মিল নয়, বিদ্যালয়ে পাওয়া গেল জঙ্গলমহলের বিভিন্ন ধরনের খাবার। বিভিন্ন ধরনের পিঠা থেকে শুরু করে মুখরোচক খাবার বিক্রি করল ক্ষুদে পড়ুয়ারা। কিনে খেল অন্যরা। পড়াশোনা নয়, বরং এক আনন্দ অনুষ্ঠানে মাতল ছোট ছোট পড়ুয়ারা। জঙ্গলমহলের একাধিক বিদ্যালয়ে আয়োজিত হল ফুড ফেস্টিভ্যাল। (ছবি ও তথ্য: রঞ্জন চন্দ)
advertisement
advertisement
advertisement
অন্যদিকে দাঁতন বীণাপাণি উচ্চ বালিকা বিদ্যালয়ে এই উৎসবে মেতে উঠেছিল ছাত্রীরা। কনকনে শীতের দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে লোভনীয় খাওয়ারের স্টল নিয়ে বসেছিল তারা। ছিল চিলি চিকেন, স্টিম মোমো, পকোড়া, চাউমিন, ফুচকা, ঘুগনি, লুচি-আলুর দম, আলুর-পরোটা, আলু-কাবলি থেকে শুরু করে দার্জিলিং-চা, চিকেন পকোড়া, ঢোকলা, ব্রেড কাটলেট এবং ঝাল-মুড়ি। হাঁউ মাঁউ খাঁউ, ছানাপোড়া, আহারে বাহারে, চটপটি ফুচকা, পেটুক, পাঁচফোড়ন, খাইখাই প্রভৃতি অন্যরকম নামের খাবারও ছিল।
advertisement
স্বাস্থ্য বিধি মেনেই ছাত্রীরা দস্তানা, ক্যাপ, মাস্ক পরে স্টল থেকে খাওয়ার বিক্রি করেছে। ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকারাও কিনে খেয়েছেন পছন্দের খাবার। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মণিকা টুডু বলেন, "ছাত্রীদের নিয়ে এমন চারিত্রিক গঠনমূলক অনুষ্ঠান আমাদের সবাইকে উদ্দীপ্ত করছে। তাদের মধ্যে সৃজনশীল মানসিকতা বাড়ান লক্ষ্য।"
advertisement
advertisement







