Alipurduar News: উত্তরবঙ্গের নদী সংস্কৃতির উপর আলোচনায় জোর, বিশেষজ্ঞদের পরামর্শে আলিপুরদুয়ারে উঠে এল অনেক সমাধান, কমবে বন্যার ঝুঁকি
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Alipurduar News: নদী ও মানব সভ্যতার পারস্পরিক সম্পর্ক নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। এই সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নদী বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন।
নদী ও মানব সভ্যতার পারস্পরিক সম্পর্ক নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। এই সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নদী বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং ইতিহাস বিভাগের পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। (ছবি ও তথ্য: অনন্যা দে:)
advertisement
জাপানের এক প্রতিনিধিও উপস্থিত হয়েছেন সেমিনারে, যিনি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে নদী ও সভ্যতার সম্পর্ক নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। আলোচনায় জানানো হয়, মানব সভ্যতার বিকাশে নদীর ভূমিকা অপরিসীম। মহেঞ্জোদারো সভ্যতা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নগর, কৃষি ও সংস্কৃতি।
advertisement
advertisement
advertisement









