এই বিষয়ে এক পর্যটন ব্যবসায়ী সুজিত কুমার বলেন, বিগত বছরগুলির তুলনায় এই বছর পর্যটকদের সংখ্যা খানিকটা কম রয়েছে। আদিবাসী কুড়মি সমাজের রেল রোকো কর্মসূচির জন্যই পর্যটনে খানিকটা ভাটা পড়েছে বলে মনে করছেন তিনি। কারণ পর্যটকেরা অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন।
advertisement
যদিও এই বিষয়ে পর্যটক ও জেলার মানুষদের অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ আমাদের কাছে চূড়ান্ত। অবরোধ বন্ধ করতে যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলি করা হবে। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। নির্দেশ না মানলে আইনের পথেই ব্যবস্থা নেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পর্যটনের ভরা মরশুমে পর্যটকদের যাতে কোনও সমস্যার মুখে না পড়তে হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই পুরুলিয়া প্ল্যান করে থাকলে লাল মাটির এই জেলা থেকে ঘুরে যেতেই পারেন।