আরও পড়ুন: ষষ্ঠীর সকালে সাংঘাতিক কাণ্ড! জ্যান্ত জ্বলে পুড়ে…!
এদিন পৃথক চারটি শহরের পুজোর গাইড ম্যাপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে এদিন অনলাইন গাইড ম্যাপেরও উদ্বোধন করা হয়। এছাড়াও দর্শনার্থীদের জন্য একাধিক জায়গায় পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ তৈরি করা হয়েছে। পুজোয় একাধিক রাস্তা ‘নো ভেহিক্যাল রুট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: দাউদাউ আগুনে পুড়ে ছাই…! দিঘায় ভয়ঙ্কর কাণ্ড! শেষে দমকলের ইঞ্জিন এসে নিয়ন্ত্রণ করে
এ বিষয়ে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, উৎসব সবার। এই উৎসবে কারুর কোনও সমস্যা যাতে না সে বিষয়ে সকলকেই সচেতন হতে হবে। সকলকেই সুষ্ঠুভাবে উৎসব সম্পন্ন করার বার্তা দেন তিনি। আদালত, সরকার ও জেলা পুলিশের নির্দেশবলী ও বিধিনিষেধ মেনে চলার কথা বলেন তিনি।
পুজোর সময় যে রাস্তা গুলিতে নো-এন্টি জোন রয়েছে সেই তালিকায় রয়েছে পোস্ট অফিস মোড় থেকে গোশালা, পোস্ট অফিস মোড় থেকে রথতলা, পোস্ট অফিস মোড় থেকে হাটের মোড়, পুরুলিয়া রেল স্টেশন থেকে ভগৎ সিং মোড়, ভিক্টোরিয়া থেকে দুলমি এবং সাধু ডাঙ্গা থেকে রুথতলা পর্যন্ত এলাকা।
মোট ছ’টি রুটে বিধিনিষেধ জারি থাকবে। এছাও মানবাজার ও বান্দোয়ানের দিক থেকে আসা পুরুলিয়া শহরগামী গাড়িগুলি শিমুলিয়া মোড়, বেলগুমা হয়ে ঢুকবে। অষ্টমী ও নবমীতে পুরুলিয়া শহরগামী সমস্ত যাত্রীবাহী গাড়ি বিকাল ৪-টা থেকে রাত ২-টা পর্যন্ত ভাঙ্গড়া, বটতলা থেকে ছররা চার সড়ক, আইমুন্ডি, চাকরা, জজ বাংলো হয়ে শহরে ঢুকবে। পুজোর মরশুমে জেলার মানুষ যাতে সুষ্ঠুভাবে পুজো কাটাতে পারে সেই কারণেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ।