Digha Fire: দাউদাউ আগুনে পুড়ে ছাই...! দিঘায় ভয়ঙ্কর কাণ্ড! শেষে দমকলের ইঞ্জিন এসে নিয়ন্ত্রণ করে

Last Updated:

Digha Fire: দিঘার সুলভ শৌচাগারে বিধ্বংসী আগুন পুড়ে ছাই হয়ে গেল শৌচালয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করেন। আজ, রবিবার সকালে ওল্ড দিঘার শৌচালয়ের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।

News18
News18
পঙ্কজ দাশ রথী,দিঘা, পূর্ব মেদিনীপুর: দিঘার সুলভ শৌচাগারে বিধ্বংসী আগুন পুড়ে ছাই হয়ে গেল শৌচালয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করেন। আজ, রবিবার সকালে ওল্ড দিঘার শৌচালয়ের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দেখতে পেয়ে দিঘার লুনিয়ারা প্রথমে নিজেরা জল দিয়ে নেভানোর চেষ্টা করে তা না হওয়াতে দমকলের একটি ইঞ্জিন এসে নিয়ন্ত্রণ করেন।
advertisement
শারদ উৎসবের আগে পর্যটন কেন্দ্র দিঘায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। এই বছর দিঘার জন্য দুর্গাপুজো বিশেষভাবে গুরুত্বপূর্ণ, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথম দুর্গাপুজো। তাছাড়াও, দিঘায় বড় বড় থিমের দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে, যা স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যক পর্যটক এবং দর্শনার্থীকে আকৃষ্ট করবে। পুজোয় দিঘাকে শান্ত রাখতে যাতে না কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তার জন্য প্রশাসন যথেষ্ট সতর্ক হয়ে উঠেছে।
advertisement
নিরাপত্তা নিশ্চিত করতে দিঘা প্রবেশের মূল রাস্তা দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে রামনগর থানার পুলিশ জোরদার নজরদারি শুরু করেছে। শহরের প্রবেশমুখে প্রতিটি সন্দেহজনক গাড়িকে দাঁড় করান হচ্ছে। শুধু সন্দেহের ভিত্তিতে নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব গাড়িকেই চেক করা হচ্ছে। কর্তব্যরত পুলিশ আধিকারিকরা গাড়ির ভিতরে কী রয়েছে, যাত্রীরা কারা এবং তাঁদের দিঘা ভ্রমণের উদ্দেশ্য কী, সেই বিষয়ে গাড়িচালক ও যাত্রীদের পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করছেন। গাড়ি এবং চালকের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করছে পুলিশ। নিশ্চিত করা হচ্ছে যে কোনও অসাধু উদ্দেশ্য নিয়ে কেউ যেন দিঘায় প্রবেশ করতে না পারে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Fire: দাউদাউ আগুনে পুড়ে ছাই...! দিঘায় ভয়ঙ্কর কাণ্ড! শেষে দমকলের ইঞ্জিন এসে নিয়ন্ত্রণ করে
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement