পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা হল অন্য সুন্দরী ঝাড়গ্রাম। এই শীতের সময় দূর দূরান্তের বহু পর্যটকের ঢল নামে অরণ্য সুন্দরীতে। পর্যটকদের কথা মাথায় রেখে অরণ্য সুন্দরীর বুকে শুরু হয়েছিল পৌষ পার্বণ মেলা। সেই মেলা এই বছর চতুর্থতম বর্ষে পদার্পণ করেছে। মেলার বিশেষ আকর্ষণ জঙ্গলমহলের মূলবাসী আদিবাসী সম্প্রদায়ের সুস্বাদু পিঠে। মুখরোচক মাংস পিঠে চোখের সামনেই সঙ্গে সঙ্গে তৈরি করে দিচ্ছে মহিলারা। কেবলমাত্র মাংসপিঠে নয় সঙ্গে রয়েছে মাংসের ডুমু পিঠ, মাংসের লেগ-সহ বিভিন্ন ধরনের পিঠে, পাটিসাপটা থেকে শুরু করে চিকেন পকোড়া সবই পাওয়া যাচ্ছে পৌষ পার্বণমেলায়।
advertisement
ঝাড়গ্রাম শহরের তরুণ তীর্থ ক্লাবের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই পৌষ পার্বণ মেলা। সম্পূর্ণ মহিলা পরিচালিত “স্বপ্নের মেয়ে বেলা” নামের একটি সংগঠনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়ে থাকে। কেবলমাত্র পৌষ পার্বন মেলায় পিঠেপুলির পাশাপাশি থাকে মহিলাদের সাজগোজের নানা সামগ্রীর সম্ভার শাড়ি, কাপড় ও গয়না।
এই শীতের মরশুমে যে সমস্ত পর্যটকরা জঙ্গলমহল তথা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেড়াতে আসার পরিকল্পনা করছেন তাঁদের বেড়ানোর সারা দিনের শেষে এক ফাঁকে যেতে হবে পৌষ পার্বণ মেলা। পৌষ পার্বণ মেলার সন্ধেবেলা একবার পৌঁছলেই জঙ্গলমহলের পিঠে পুলির স্বাদ জমিয়ে নিতে পারবে পর্যটকেরা।
বুদ্ধদেব বেরা