Abhishek-Aishwarya: কফিনে শেষ পেরেক? ঐশ্বর্য-অভিষেকের সঙ্গে আরাধ্যার স্কুলে ছুটলেন অমিতাভ, আসল ঘটনা জানলে রাতের ঘুম উড়বে
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Abhishek-Aishwarya: বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হয়েছে অ্যানুয়াল ডে-র অনুষ্ঠান। ফলে সেখানে হাজির হয়েছিলেন বি-টাউনের নামীদামি জনপ্রিয় তারকারা।
মুম্বই: সম্প্রতি ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে যেন বসেছিল তারাদের হাট! আসলে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হয়েছে অ্যানুয়াল ডে-র অনুষ্ঠান। ফলে সেখানে হাজির হয়েছিলেন বি-টাউনের নামীদামি জনপ্রিয় তারকারা। কারণ এই স্কুলেই পড়ে স্টার কিডরা। আর তাই সন্তানদের উৎসাহ দিতে অভিভাবকের ভূমিকাতেই সেদিন ধরা দিলেন বলিউডের খ্যাতনামা তারকারা। যেমন – অ্যানুয়াল ডে-তে পারফর্ম করেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম। সেই কারণেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্বয়ং শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরী ও কন্যা সুহানাও। অন্যদিকে ওই অনুষ্ঠানেই মঞ্চে পারফর্ম করেছেন বচ্চন পরিবারের কন্যা আরাধ্যা বচ্চনও। ফলে আরাধ্যার জন্য উপস্থিত ছিলেন মা-বাবা তথা ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। এখানেই শেষ নয়, নাতনিকে উৎসাহ দিতে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। বলাই বাহুল্য যে, আরাধ্যার পারফরম্যান্স দেখে যারপরনাই আপ্লুত হয়ে পড়েন গর্বিত দাদু।
আসলে মঞ্চে আরাধ্যা উঠতেই তার জন্য গলা ফাটাতে শুরু করেন অমিতাভ। এমনকী গর্ব ভরে ক্যামেরাবন্দি করতে থাকেন আদরের নাতনির পারফরম্যান্স। আর নিজের প্রতিক্রিয়াও ব্লগে তুলে ধরেছেন বলিউড সুপারস্টার। আরাধ্যার স্কুলের অ্যানুয়াল ডে-তে যোগ দেওয়ার প্রসঙ্গে অমিতাভ লিখেছেন যে, “শিশুরা… মা-বাবাদের উপস্থিতিতে তাদের নিষ্পাপ মনোভাব আর মনের ইচ্ছা যেন বেড়ে যায়… সত্যিই আনন্দের বিষয়… যখন তাঁরা হাজার হাজার জনের সঙ্গে মিলে আপনার জন্য পারফর্ম করেন… এটা একটা আনন্দদায়ক অভিজ্ঞতা… আজকের দিনটাও ঠিক তেমনই ছিল… শুভ রাত্রি… আগামিকালের জন্য..”
advertisement
advertisement
কাজের দিক থেকে অবশ্য খুব বেশি তথ্য ভাগ না করে নিয়ে অমিতাভ জানিয়েছেন যে, তিনি সঙ্গীত দুনিয়ার কিংবদন্তি শিল্পীদের সঙ্গে দিনটা কাটিয়েছেন। নিজের অনুভূতি প্রকাশ করে বিগ বি বলেন যে, “একদিনের বিশ্রামের পর আগামিকাল কাজে ফিরছি.. কিন্তু কাজ থেমে থাকবে না.. এবং এরপর ভবিষ্যতের জন্য কাজ করে যেতে মনোযোগ, সম্মতি এবং নিশ্চিতকরণের প্রয়োজন.. তাই.. কিন্তু সঙ্গীত জগতের সবচেয়ে প্রতিভাধর এবং প্রতিভাবান কিংবদন্তি নক্ষত্রদের মধ্যে দুজনকে নিজের কাজের জায়গায় পাওয়ার দারুণ আনন্দ, এর থেকে আনন্দের আর কিছুই হয় না.. তাঁদের যে কী বিশেষ উপহার এবং প্রতিভা রয়েছে… আমার মতো ঈর্ষা করার মতো অবস্থা.. মনে হয়, আমি যদি তাঁদের মতো হতে পারতাম.. এখন শেখার সময় ফুরিয়ে গিয়েছে.. তবে তাঁদের সঙ্গ পাওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে, যা একজনকে নৈপুণ্যের মূল বিষয়গুলির সঙ্গে যোগাযোগ করতে বাধ্য করে .. তাড়াতাড়ি সংযোগের আশায়..” ..
advertisement
আরাধ্যার অ্যানুয়াল ডে-র অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আবার মা বৃন্দা রাইকে নিয়ে উপস্থিত হয়েছিলেন ঐশ্বর্য। সঙ্গে অবশ্য ছিলেন অভিষেকও। অনুষ্ঠান শেষে বেশ উচ্ছ্বসিতই দেখা গেল এই তারকা জুটিকে। পাপারৎজিরা যখন ছবি তুলছেন, সেই সময় সমস্ত আলোর ঝলকানি থেকে কন্যাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছিলেন ঐশ্বর্য। এরপর আরাধ্যাকে স্নেহচুম্বন দিয়ে গাড়িতে উঠে যান। প্রসঙ্গত বচ্চন পরিবারের সদস্যরা ছাড়াও সইফ আলি খান, করিনা কাপুর খান, শাহিদ কাপুর, মীরা রাজপুত, করণ জোহরের মতো তারকারাও উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2024 4:13 PM IST