২০২৪ সালের প্রায় ছটা মাস কোন্নগরের মানুষজন খারাপ রাস্তার অভিযোগ করে কাটিয়ে ফেলেছেন! নিত্যদিন অটো, টোটো বাইকে দুর্ঘটনা লেগেই রয়েছে শহর জুড়ে। কারণ রাস্তার বেহাল অবস্থা! এই অবস্থা আগে ছিল না সমস্ত রাস্তায় ছিল ঠিকঠাক। কিন্তু বিভিন্ন প্রকল্পের কাজের জন্য বারবার রাস্তা খোঁড়া হয়েছে। কিন্তু সেই খোঁড়া রাস্তা আর ঠিক করা হয়নি এমনটাই অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। যার ফলে নাস্তানবুত অবস্থা সাধারণ মানুষের। নতুন বছরে কি মিলবে সুরাহ!
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন উন্নতমানের রাখার প্রচেষ্টা আগা গোড়ায় কোন্নগর পুরসভা করে এসেছে। কিন্তু বর্তমান সময়ে জলের পাইপ লাইন বসানোর জন্য রাস্তা খোঁড়ার কাজ করা হয়েছে। সমগ্র রাস্তা নির্মাণের জন্য ও পাইপ লাইনের কাজ শেষ করার জন্য এখনো সময় লাগবে, আগামী তিন মাসের মধ্যে শহরের সমস্ত রাস্তা আবারও আগের মতন একই জায়গায় হয়ে যাবে এমনটাই আশ্বাস দিচ্ছেন পুরপ্রধান।”
রাহী হালদার





