TRENDING:

Anubrata Mondal: এসআইআর চালু বাংলায়! আসরে নামলেন অনুব্রত মণ্ডল, কী বললেন জানেন? 'অর্থ' নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল

Last Updated:

Anubrata Mondal: বীরভূম জেলা তৃণমূল দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, "SIR চালু হোক না, অসুবিধা কী আছে?''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী বললেন অনুব্রত?
কী বললেন অনুব্রত?
advertisement

সুদীপ্ত গড়াই, বীরভূম: রাজনীতির মঞ্চে ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঝড় তুললেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে এমন এক মন্তব্য করলেন, যা মুহূর্তেই রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বীরভূম জেলা তৃণমূল দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, “SIR চালু হোক না, অসুবিধা কী আছে? চালু হলে তো ভালো হবে, চালু হোক ভালই হবে।” তাঁর এই সহজ-সরল অথচ তাৎপর্যপূর্ণ মন্তব্যে রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছেকেউ বলছেন, অনুব্রতের মুখে এই SIR-এর প্রশংসা নিছক মন্তব্য নয়, এর পেছনে লুকিয়ে থাকতে পারে গভীর রাজনৈতিক বার্তা।

advertisement

আরও পড়ুন: আলমারিতে ঝুলছিল আরজি কর কাণ্ডের আসামি সঞ্জয় রাইয়ের ভাগ্নির দেহ! কী ঘটেছিল আসলে? বিস্ফোরক দাবি নিয়ে থানায় ঠাকুমা

এদিন তৃণমূল কার্যালয়ে হাজির ছিলেন দুবরাজপুর পুরসভার একাধিক কাউন্সিলর ও সদস্য। পৌরসভায় চলা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাঁরা অনুব্রত মণ্ডলের পরামর্শ নিতে আসেন বলে সূত্রের খবরতবে নিজেকে গোষ্ঠী রাজনীতির মধ্যস্থতাকারী হিসেবে দেখাতে চাননি অনুব্রতবাবু। তবে তাঁর উপস্থিতি ও মন্তব্য মিলিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। পর্যবেক্ষকদের একাংশের মতে, SIR নিয়ে অনুব্রতের মন্তব্য আসলে রাজ্যের প্রশাসনিক কোনও গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতি সমর্থন বা ইঙ্গিত বহন করছে।

advertisement

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, অনুব্রত মণ্ডলের প্রতিটি বক্তব্যে যেমন রসিকতা থাকে, তেমনF লুকিয়ে থাকে গভীর তাৎপর্য। “SIR চালু হোক” মন্তব্যেও হয়ত তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বা প্রশাসনিক নীতির প্রতি একটি বার্তা দিতে চেয়েছেন। সব মিলিয়ে, অনুব্রতের মুখে SIR-এর প্রশংসা এখন বীরভূম থেকে কলকাতা রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১০০ ভরিও এখানে তুচ্ছ! কেজি কেজি সোনায় সাজছে কৃষ্ণনগরের 'বুড়িমা', দেখুন ভিডিও
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: এসআইআর চালু বাংলায়! আসরে নামলেন অনুব্রত মণ্ডল, কী বললেন জানেন? 'অর্থ' নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল