পেশায় দিনমজুরের কাজ করা শঙ্কর দের লটারিতে বাধলো এক কোটি টাকা! মাত্র ৬০ টাকা দিয়ে টিকিট কেটে ছিলেন তিনি নিজের ভাগ্য পরীক্ষা করতে আর তাতেই বর্তমানে তিনি কোটি টাকার মালিক! যদিও জানা গিয়েছে লটারি কাটা তার নেশা নয়, তবে নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য মাঝে মধ্যেই টিকিট কেটে থাকেন তিনি।
advertisement
আরও পড়ুন: ইডেনে আইপিএল দেখার মজা এবার জেলাতেই! ব্যবস্থাপনা দেখলে আপনি ঘাবড়ে যাবেন
আর সেই ভাগ্যের পরীক্ষাতে সফল হলেও দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবার আর তাইতো কাউকে কিছু না বলেই টিকিটের ফলাফল জেনে পরিবারের সকলে একমাত্র বয়স্ক মা ব্যতিত সকলেই উধাও! এ ধরনের ক্ষেত্রে বেশিরভাগ টিকিট প্রাপক দারস্থ হয় থানার। যদিও অনেকে বলছেন, তিনি থানায় নয়, আত্মগোপন করেছিলেন অন্য কোথাও আর সেক্ষেত্রে যদি কোন সমস্যা তৈরি হত তাহলে দায় নিত কে?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কারণ এক্ষেত্রে টিকিট যার টাকা তার তাই নিকট আত্মীয় আশ্রয় দিতে গিয়ে যদি বিশ্বাসঘাতকতা করে তাহলেও বড়সড় বিপদ ঘনিয়ে আসতে পারত এদিন রাতে।সূত্রের খবর অনুযায়ী জানা গেছে তিনি এবং তার ভাই পরদিন সকালে শান্তিপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গিয়ে নিজেরাই নিজেদের কাজ মিটিয়েছেন।
Mainak Debnath





