West Medinipur News: পৌষ সংক্রান্তিতে দিঘির পাড়ে উৎসবের আবহ! বাংলা ও ওড়িশার গ্রামীণ সংস্কৃতির মিলনক্ষেত্র শরশঙ্কা মেলা, কোথায় বসে জানেন?

Last Updated:

West Medinipur News: মকর সংক্রান্তি উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের শরশঙ্কা দিঘির পাড়ে বসে শরশঙ্কা মেলা। যা জেলার অন্যতম প্রাচীন ও বৃহত্তম গ্রামীণ মেলা। আজও বাংলা ও ওড়িশার গ্রামীণ সংস্কৃতির ইতিহাস বহন করে চলেছে শরশঙ্কা মেলা।

+
মেদিনীপুরের

মেদিনীপুরের শরশঙ্কা মেলা

দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: গ্রামীণ এলাকায় আয়োজিত এক সুদীর্ঘ মেলাকে কেন্দ্র করে আজও মিলেমিশে এক হয়ে যায় বাংলা ও ওড়িশা রাজ্যের সংস্কৃতি। ধর্ম, ভাষা কিংবা জাতির কোনও ভেদাভেদ না রেখে সব শ্রেণির মানুষ এক অনাবিল আনন্দে মেতে ওঠেন এই মেলায়। পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ও বৃহত্তম এই গ্রামীণ মেলার নাম শরশঙ্কা মেলা, যা কয়েকশো বছর ধরে গ্রামীণ সংস্কৃতি ও ইতিহাসের ধারাকে বহন করে চলেছে।
এই মেলা মূলত বসে পৌষ সংক্রান্তির দিনে। তবে সাম্প্রতিক বছরগুলিতে মেলার ব্যাপ্তি বেড়ে একাধিক দিন ধরে এই উৎসব পালন করা হচ্ছে। একটি বিশাল দিঘির প্রায় এক কিলোমিটার দীর্ঘ পূর্ব পাড় জুড়ে বসে এই গ্রামীণ মেলা।
আরও পড়ুনঃ গামার কাঠের ‘ব্ল্যাক’ মুখোশ! কুচকুচে কালো রঙ ও উজ্জ্বলতা শোভা বাড়ায় বাড়ির অন্দরের, মাত্র ৪০০ টাকা থেকে মিলছে হাওড়া সৃষ্টিশ্রী মেলায়
জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার মানবসৃষ্ট দিঘিগুলির মধ্যে শরশঙ্কা দিঘিই সবচেয়ে দীর্ঘ। দিঘির এই দীর্ঘ পাড় জুড়েই সারি দিয়ে বসে শত শত দোকান। মেলার সঠিক প্রতিষ্ঠাকাল বা কার হাত ধরে এর সূচনা হয়েছিল, তা নির্দিষ্টভাবে জানা না গেলেও ইতিহাস গবেষকদের মতে এটি কয়েকশো বছরের পুরনো। প্রাচীনকালে এই মেলাই ছিল গ্রামীণ মানুষের প্রধান কেনাকাটার কেন্দ্র। চালা, কুলো, ঝাঁটা, কাঠের বাসনপত্র-সহ গৃহস্থালির প্রয়োজনীয় নানা সামগ্রী এখান থেকেই কিনতেন গ্রামের মানুষ, কারণ সেই সময় আজকের মতো উন্নত বাজার ব্যবস্থা ছিল না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিপা ভাইরাসের মারণ কামড়ে মৃত্যুহার ৭৫ শতাংশ! জ্বর, র‍্যাশ, খিঁচুনির উপসর্গ দেখলেই সোজা হাসপাতালে, সতর্ক স্বাস্থ্য দফতর
ইতিহাসবিদদের মতে, পৌষ সংক্রান্তির দিন শরশঙ্কা দিঘিতে পুণ্যস্নান করার পরই এই মেলার সূচনা হত। মকর সংক্রান্তিতে যেমন নদী বা সঙ্গমস্থলে পুণ্যস্নানের রীতি রয়েছে, তেমনই একসময় স্থানীয় মানুষ বিশ্বাস করতেন শরশঙ্কা দিঘিতে স্নান করলে পুণ্য লাভ হয়। যদিও বর্তমানে দিঘির বেহাল অবস্থার কারণে পুণ্যস্নান বন্ধ, তবুও মেলার ঐতিহ্য অটুট রয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজকের দিনে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিকতার ছোঁয়ায় শরশঙ্কা মেলা আরও বৃহৎ আকার নিয়েছে। হাজার হাজার দোকান বসে, লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। মনোহারি দোকান, গ্রামীণ হস্তশিল্প ও খাবারের পসরা নিয়ে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবের আবহ। শরশঙ্কা মেলা আজও গ্রামীণ সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হয়ে টিকে আছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: পৌষ সংক্রান্তিতে দিঘির পাড়ে উৎসবের আবহ! বাংলা ও ওড়িশার গ্রামীণ সংস্কৃতির মিলনক্ষেত্র শরশঙ্কা মেলা, কোথায় বসে জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement