আরও পড়ুন: সুন্দরবন এলাকায় ধানের পরিবর্তে একী চাষ হচ্ছে! জানলে অবাক হবেন
কুলতলী থানার পুলিশের পক্ষ থেকে কুলতলী থানার বিভিন্ন গাছগুলিতে মাটির হাঁড়ি দিয়ে সুন্দরবনের পাখিদের জন্য কৃত্রিম বাসস্থানের ব্যবস্থা করা হলো। শুধুমাত্র বাসস্থান নয়, পর্যাপ্ত পরিমাণে জল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে কুলতলী থানার পুলিশের পক্ষ থেকে। এলাকার বিভিন্ন গাছগুলিতে পুলিশ কর্মীরা এবং পুলিশ আধিকারিকেরা নিজে হাতেই পাখিদের জন্য কৃত্রিম বাসস্থানের ব্যবস্থা করছে। সুন্দরবনের জীববৈচিত্র্য কে রক্ষা করার ক্ষেত্রে কুলতলী থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজনেরা। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য কে রক্ষা করার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে প্রকৃতিপ্রেমী মানুষেরা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এ বিষয়ে এলাকার এক বাসিন্দা বলেন কুলতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রশাসনিক কর্তা হয়ে সারাদিনের কর্মব্যস্ততা মধ্যেও সুন্দরবনের নদীমাতৃক এলাকার পাখিদের জন্য এই মানবিক ভাবনাকে আমরা সাধুবাদ জানাই কুর্নিশ জানাই। এর ফলে পাখীর সংখ্যা অনেক বাড়বে এবং এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে। সুন্দরবনের বাসস্থান হারান পাখিদের এখন নতুন ঠিকানা কুলতলী থানা চত্বর এলাকা। এ বিষয় কুলতলী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলেন, বিশ্ব উষ্ণায়নের কারণে এবং আবহাওয়া পরিবর্তনে কারণে বহু প্রজাতির পাখি এখন বিলুপ্তের পথে। সুন্দরবনে মিষ্টি জলের পুকুর নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে পাখিদের বাসস্থান এবং খাবারের যোগান অনেকটাই কমে গিয়েছে। এলাকার সৌন্দর্য বৃদ্ধি করে পাখিরা। পাখিরাই যদি হারিয়ে যায় তাহলে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পায় না।
সুমন সাহা