আরও পড়ুন: দরমার চালের বাড়িতে উপচে পড়ছে ট্রফি, ২০ নম্বর লাল-হলুদ জার্সির মিষ্টি মেয়েতে মজে ময়দান
শুক্রবার সেই ঘটনার পর ৫ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান। তাকে ধরতে আউটলুক সার্কুলার জারি করেছে ইডি। বাংলাদেশে বিডিআরকেও সতর্ক করা হয়েছে। কিন্তু রাজ্য পুলিস শাহজাহানকে ধরতে তেমনকিছু করছে না বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। এবার শাহজাহানকে ধরতে তল্লাশি শুরু করল পুলিস। শাহজাহানকে খুঁজতে গতকাল থেকে বাসন্তী রোডে নাকা চেকিং শুরু করেছে পুলিস।
advertisement
আরও পড়ুন: সরকার টাকা দিচ্ছে না, গয়না বেচে মা-শিশুদের পুষ্টিকর খাবার খাওয়াচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা!
বুধবার সকাল থেকে শাহজাহানের বাড়ি সন্দেশখালি আকুঞ্জীপাড়ার সামনের ধামাখালি রোডে সব গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিস। প্রসঙ্গত, সুন্দরবন যেতে গেলে এই রাস্তা ব্যবহার করতে হয়। যার ফলে বিড়ম্বনায় পড়েছেন পর্যটকরাও। গতকাল কলকাতায় এসেছেন ইডি ডিরেক্টর। মঙ্গলবার তিনি টানা বৈঠক করেন ইডি আধিকারিকদের সঙ্গে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পরবর্তীকালে এই ধরনের অপারেশন কীভাবে করা হবে তা নিয়ে টানা আলোচনা হয়। তবে সন্দেশখালি এলাকায় কার্যত শুনশান ও চাপা উত্তেজনা কাজ করছে বলাই বাহুল্য।
জুলফিকার মোল্যা