পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাদুর অভিযোগ, সোমবার স্কুলে দুপুর ১.৩০ নাগাদ তাঁর নাতনিকে অঙ্ক করতে দেওয়ার সময় তার সঙ্গে অশালীন আচরণ করা হয়৷ ছুটির পর বাড়িতে এসে সব কথা জানায় ওই বালিকা৷ ক্রমে খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত প্রধানশিক্ষককে ঘিরে ধরেন৷
আরও পড়ুন : মাতৃভাষার টানে স্কুলমুখী হো সম্প্রদায়ের বর্তমান প্রজন্ম
advertisement
পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় পিংলা থানার পুলিশ৷ অভিযুক্ত প্রধান শিক্ষককে ওই পরিস্থিতি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় পিংলা থানার পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পর ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে। আগামীকাল অর্থাৎ বুধবার অভিযুক্ত শিক্ষককে মেদিনীপুর আদালতে তোলা হবে, এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
আরও পড়ুন : দিনদুপুরে সাঙ্ঘাতিক ঘটনা! রোগী-সহ অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল রাস্তার ধারের নয়ানজুলিতে
আরও পড়ুন : নীরব প্রেমের মুখর সেতু ইনস্টাগ্রাম, ফলোয়ারদের উদ্যোগে সাতপাকে বাঁধা পড়লেন মূক জুটি
অতিমারিতে দীর্ঘ দু’ বছর বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান৷ প্রাথমিক পর্যায়ের পড়ুয়ারা অনেক দিন স্কুল থেকে দূরেই ছিল ঘরবন্দি৷ কিন্তু স্কুল খোলার পরও তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হল পিংলার ওই বালিকাকে৷
( প্রতিবেদন : দিগ্বিজয় মাহালি)