Murshidabad: দিনদুপুরে সাঙ্ঘাতিক ঘটনা! রোগী-সহ অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল রাস্তার ধারের নয়ানজুলিতে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Murshidabad: এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিহরপাড়া থানার পুলিশ।
বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলায় ফের দুর্ঘটনা ।এবার দুর্ঘটনা কবলে পড়ল অ্যাম্বুল্যান্স । অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে গভীর রাতে মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া থানার প্রতাপপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতাপপুরের মারজোম সেখ তাঁর ছেলেকে কলকাতায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের-সহ অ্যাম্বুল্যান্স পুকুরে পড়ে যায়। অল্পের জন্য বেঁচে যায় এক শিশু-সহ তিন জন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিহরপাড়া থানার পুলিশ। গ্রামবাসী আভেজ উদ্দিন মন্ডল জানান, ‘‘ কলকাতা থেকে একটি অ্যাম্বুল্যান্স আসছিল। নয়ানজুলিতে পড়ে যায়। বাড়িতে খবর দেওয়া হয়, তারপর পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হয়। তবে কারওরই কোন ক্ষয় ক্ষতি হয়নি সেইভাবে।’’
আরও পড়ুন : মিষ্টির দোকান থেকে কেনা চপে কামড় দিতে গিয়েই বেরিয়ে এল আরশোলা!
আহত পরিবারের সদস্যরা জানান, ‘‘কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে আমাদের পরিবারের শিশুকে নিয়ে আমরা কলকাতায় গিয়েছিলাম চিকিৎসা করাতে । মধ্যে রাতে হরিহরপাড়া এলাকায় আমরা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আমাদের চারজন ছিল। সবাইকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। অল্পের জন্য রক্ষা পায় শিশু-সহ যাত্রীরা।’’
advertisement
advertisement
আরও পড়ুন : যৌনাঙ্গ-সহ দেহের বিভিন্ন অংশে ছড়ায় সংক্রমণ, যন্ত্রণাময় অসুখ হার্পিস কেন হয়?
খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ গাড়িটি উদ্ধার করার চেষ্টা করছে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি।তবে কলকাতা থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরবার পথে এই দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য প্রানে রক্ষা পান শিশু সহ সকলেই। বর্তমানে সবাই সুস্থ আছেন।
advertisement
( প্রতিবেদন : কৌশিক অধিকারী)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
February 21, 2022 11:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: দিনদুপুরে সাঙ্ঘাতিক ঘটনা! রোগী-সহ অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল রাস্তার ধারের নয়ানজুলিতে