পরিবার সূত্রে জানা গেছে, এ দিন দুপুরে বাড়ির সামনেই খেলছিল ছোট্ট আফসা। হঠাৎ খেলতে খেলতে ব্যস্ত রাস্তার দিকে দৌড় দেয় সে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যান সজোরে ধাক্কা মারে শিশুটিকে। আচমকা ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে আফসা। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন।
advertisement
ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা ওই মারুতি ভ্যানটিকে আটক করে এবং চালককে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পূর্বস্থলী থানায়। অপরদিকে রক্তাক্ত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে। কিন্তু দুর্ভাগ্যবশত, সেখানে পৌঁছতেই কর্তব্যরত চিকিৎসক আফসাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পাটখেতে পড়ে কিশোরীর দেহ… গলায় পেঁচানো ওড়না! ঘটনা কী? আতঙ্কে হাড়হিম এলাকা
এরপর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। এই করুণ ঘটনায় বাকরুদ্ধ হয়ে গিয়েছে গোটা পরিবার। নিছক এক অসাবধান মুহূর্তই কেড়ে নিল একটি নিষ্পাপ প্রাণ।






