TRENDING:

Kali Puja 2025: ২০০ বছরের পুরনো মন্দির, নতুন কালীমন্দিরে রূপ দিতে কলসযাত্রা রায়দিঘিতে

Last Updated:

Kali Puja : ২০০ বছরের পুরনো মন্দিরকে নতুন কালীমন্দিরে রূপ দিতে কলসযাত্রা হল রায়দিঘির খাড়ি মন্ডলপাড়ায়। এই কলসযাত্রায় প্রায় হাজারখানেক মহিলা-সহ গ্রামবাসীরা অংশগ্রহণ করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ২০০ বছরের পুরনো মন্দিরকে নতুন কালীমন্দিরে রূপ দিতে কলসযাত্রা হল রায়দিঘির খাড়ি মন্ডলপাড়ায়। এই কলসযাত্রায় প্রায় হাজারখানেক মহিলা-সহ গ্রামবাসীরা অংশগ্রহণ করে। গঙ্গাজল নিয়ে আসা হয় নতুন মন্দির প্রাঙ্গণে। এই দৃশ্য দেখতে প্রচুর মানুষজন এসেছিলেন সেখানে।
advertisement

স্থানীয় বাসিন্দারা এই নিয়ে জানিয়েছেন আগে এই এলাকায় জঙ্গল ছিল। জঙ্গলেই চলত পুজো। পরে ধীরে ধীরে সেই পুজো পরিণত হয় নিত্য পুজোয়। পরে ১৩৭৬ বঙ্গাব্দে, ১৯৬৯ সালে এখানে মন্দির নির্মিত হয়। কালের নিয়মে সেই মন্দিরও পুরোনো হয়ে যায়।

পরে এবছর শুরু হয় নতুন মন্দির নির্মাণের কাজ। কালীপুজো উপলক্ষ্যে মায়ের মন্দির নব কলরবে সেজে ওঠে। স্থানীয়রা প্রায় ৭ কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে আসে মন্দির প্রাঙ্গণে। উৎসবের মেজাজে সেজে ওঠে এলাকা।

advertisement

এই নতুন মন্দিরে পুজো দিতে প্রচুর মানুষজন ভিড় করে। এবছর এখানে একসপ্তাহ ধরে অনুষ্ঠান চলবে। নতুন মূর্তিটি ছয় ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে। মূর্তিটি স্থায়ীভাবে তৈরি করা হয়েছে। মন্দিরের উচ্চতা ৪৫ ফুট।

View More

নতুন মন্দির নিয়ে আবেগঘন হয়ে পড়েছেন গ্রামের প্রবীন ব্যক্তিরা। এ নিয়ে তাঁরা জানিয়েছেন, আগে এখানে জঙ্গল ছিল। জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় কালীসাধনা করতেন অনেকেই। পরে জঙ্গল হাসিল করার পর সেইসব জায়গায় কালীপুজো শুরু হয়।

advertisement

আরও পড়ুন- ডোমজুড়ের কালীপুজোর মণ্ডপে দশমহাবিদ্যা থিম! নজর কাড়ছে জেলাবাসীর, দেখেছেন?

সেরা ভিডিও

আরও দেখুন
সোনামুখী শহরের স্বর্ণমন্দির, ভিতরে কৃষ্ণ কালী! পুজো উপলক্ষে উপচে পড়া ভিড়
আরও দেখুন

সেই দিক থেকে এই এলাকার কালীপুজোগুলো প্রাচীন পুজো হিসেবে পরিচিত। তবে নতুন মন্দিরকে পুরোনো রূপে পেয়ে খুশি স্থানীয়রা। এই মন্দিরে ভবিষ্যতে আরও বড় হয়ে উঠুক এটাই চাইছেন স্থানীয়রা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: ২০০ বছরের পুরনো মন্দির, নতুন কালীমন্দিরে রূপ দিতে কলসযাত্রা রায়দিঘিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল