Kali Puja 2025: ২০০ বছরের পুরনো মন্দির, নতুন কালীমন্দিরে রূপ দিতে কলসযাত্রা রায়দিঘিতে
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Kali Puja : ২০০ বছরের পুরনো মন্দিরকে নতুন কালীমন্দিরে রূপ দিতে কলসযাত্রা হল রায়দিঘির খাড়ি মন্ডলপাড়ায়। এই কলসযাত্রায় প্রায় হাজারখানেক মহিলা-সহ গ্রামবাসীরা অংশগ্রহণ করে।
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ২০০ বছরের পুরনো মন্দিরকে নতুন কালীমন্দিরে রূপ দিতে কলসযাত্রা হল রায়দিঘির খাড়ি মন্ডলপাড়ায়। এই কলসযাত্রায় প্রায় হাজারখানেক মহিলা-সহ গ্রামবাসীরা অংশগ্রহণ করে। গঙ্গাজল নিয়ে আসা হয় নতুন মন্দির প্রাঙ্গণে। এই দৃশ্য দেখতে প্রচুর মানুষজন এসেছিলেন সেখানে।
স্থানীয় বাসিন্দারা এই নিয়ে জানিয়েছেন আগে এই এলাকায় জঙ্গল ছিল। জঙ্গলেই চলত পুজো। পরে ধীরে ধীরে সেই পুজো পরিণত হয় নিত্য পুজোয়। পরে ১৩৭৬ বঙ্গাব্দে, ১৯৬৯ সালে এখানে মন্দির নির্মিত হয়। কালের নিয়মে সেই মন্দিরও পুরোনো হয়ে যায়।
পরে এবছর শুরু হয় নতুন মন্দির নির্মাণের কাজ। কালীপুজো উপলক্ষ্যে মায়ের মন্দির নব কলরবে সেজে ওঠে। স্থানীয়রা প্রায় ৭ কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে আসে মন্দির প্রাঙ্গণে। উৎসবের মেজাজে সেজে ওঠে এলাকা।
advertisement
advertisement
এই নতুন মন্দিরে পুজো দিতে প্রচুর মানুষজন ভিড় করে। এবছর এখানে একসপ্তাহ ধরে অনুষ্ঠান চলবে। নতুন মূর্তিটি ছয় ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে। মূর্তিটি স্থায়ীভাবে তৈরি করা হয়েছে। মন্দিরের উচ্চতা ৪৫ ফুট।
নতুন মন্দির নিয়ে আবেগঘন হয়ে পড়েছেন গ্রামের প্রবীন ব্যক্তিরা। এ নিয়ে তাঁরা জানিয়েছেন, আগে এখানে জঙ্গল ছিল। জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় কালীসাধনা করতেন অনেকেই। পরে জঙ্গল হাসিল করার পর সেইসব জায়গায় কালীপুজো শুরু হয়।
advertisement
আরও পড়ুন- ডোমজুড়ের কালীপুজোর মণ্ডপে দশমহাবিদ্যা থিম! নজর কাড়ছে জেলাবাসীর, দেখেছেন?
সেই দিক থেকে এই এলাকার কালীপুজোগুলো প্রাচীন পুজো হিসেবে পরিচিত। তবে নতুন মন্দিরকে পুরোনো রূপে পেয়ে খুশি স্থানীয়রা। এই মন্দিরে ভবিষ্যতে আরও বড় হয়ে উঠুক এটাই চাইছেন স্থানীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 20, 2025 5:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: ২০০ বছরের পুরনো মন্দির, নতুন কালীমন্দিরে রূপ দিতে কলসযাত্রা রায়দিঘিতে