Kali Puja 2025: সোনামুখী শহরের স্বর্ণমন্দির, ভিতরে কৃষ্ণ কালী! পুজো উপলক্ষে উপচে পড়া ভিড়

Last Updated:

Kali Puja 2025: সোনামুখী শহর যেন দেবীর নগরী। এমন কোনও ওয়ার্ড নেই যেখানে কালীপুজোর কোনও থান নেই।

+
মন্দিরের

মন্দিরের চূড়

সোনামুখী, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: যেন এক স্বর্ণদেবালয়। অভূতপূর্ব কালী মন্দির। দুর্দান্ত স্থাপত্য। কৃষ্ণের রথ! ভিতরে অধিষ্ঠান করছেন মা কালী, এত সুন্দর কালী মন্দির রয়েছে বাঁকুড়া জেলার সোনামুখী শহরে। কালীর নাম কৃষ্ণ কালী। তৈরি করতে লেগেছিল ৩০ লক্ষ টাকা।
দীর্ঘ পাঁচ বছর ধরে একটু একটু করে কোনও রকম চাঁদা ছাড়াই তৈরি হয়েছে এই কালী মন্দির। কালী পুজোয় দুর্দান্ত সাজে সেজে উঠছে এই মন্দির। সোনামুখী শহর যেন দেবীর নগরী। এমন কোনও ওয়ার্ড নেই যেখানে কালী পুজোর কোনও থান নেই। তবু এই অসংখ্য পীঠের ভিড়েও ৫ নম্বর ওয়ার্ড এক বিশেষ মর্যাদার অধিকারী। এখানেই অধিষ্ঠিত আছেন এক সৌন্দর্যময়ী, আধ্যাত্মিক শক্তিমণ্ডিত দেবী — কৃষ্ণকালী মা। স্থানটির নাম কীতডাঙ্গা, আর এই মন্দির আজ সোনামুখীর অন্যতম ঐতিহাসিক ও শিল্পসমৃদ্ধ দেবালয়।
advertisement
আরও পড়ুন: ডোমজুড়ের কালীপুজোর মণ্ডপে দশমহাবিদ্যা থিম! নজর কাড়ছে জেলাবাসীর, দেখেছেন?
পাড়াতে ১৯০ টি বৈষ্ণব পরিবারের বাস। সেই কারণেই বৈষ্ণব ধারাতে কালীপুজো। একদম রীতি মেনে চলবে কালীপুজো। মানুষের ঢল নামবে রাতে। রয়েছে মহাপ্রসাদের আয়োজন। বিরাট বিরাট কড়াইতে রান্না হবে মায়ের ভোগ। এই কালীর রং নীল। মন্দিরে অধিষ্ঠান করছে মা কালী এছাড়াও রয়েছে শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামীজি। রয়েছে সমুদ্র মন্থন এর চিত্র। কৃষ্ণকলি কমিটির সেক্রেটারি চিত্তরঞ্জন মন্ডল বলেন,”লোকে টোটো করে গাড়িতে করে যখন যাচ্ছে আমাদের মন্দির দেখে দাঁড়াচ্ছে। এটাই একটা বড় পাওনা। এলাকার রূপটাই পরিবর্তন হয়ে গেছে।”
advertisement
advertisement
আরও পড়ুন: বাংলার দুই স্কুল দেশের সেরা ৩০ স্কুলের তালিকায় নাম তুলল, নাম জানলে গর্ব হবে!
দক্ষিণবঙ্গের একটি সুপ্রাচীন জনপদ হল সোনামুখী৷ যা কালি এবং কার্তিকের শহর নামে পরিচিত। আজ থেকে প্রায় ৪২০ বছর আগে এই শহর ছিল ঝোপঝাড়ে ভরা, শহরের অলিগলিতে সেভাবে জনমানবের বসবাস শুরু হয়নি৷ আজকের জনপদ সেই সময় জনগণ-শূন্য হলেও একটা সুপ্রাচীন ইতিহাস বহন করে নিয়ে চলত, যা হল কালীপুজোর ইতিহাস। এই ব্যস্ত শহরেই, শহুরে জীবনের পাশে একটা ইতিহাস লুকিয়ে রয়েছে৷ একটা সময় এই প্রাচীন জনপদের বাসিন্দাদের আর্থিক অনটন ছিল চরমে। তৎকালীন সময় থেকেই বিভিন্ন কারণে প্রায় ২০০ থেকে ২৫০ টি কালি পুজো শুরু হয় সোনামুখী শহরে। তার মধ্যে অন্যতম কৃষ্ণ কালী।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: সোনামুখী শহরের স্বর্ণমন্দির, ভিতরে কৃষ্ণ কালী! পুজো উপলক্ষে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
Surat Water Tank Collapse: জলেই গেল ২১ কোটি টাকা! সুরাতে ভেঙে পড়ল বিশাল জলের ট্যাঙ্ক, ৭জন গ্রেফতার
জলেই গেল ২১ কোটি টাকা! সুরাতে ভেঙে পড়ল বিশাল জলের ট্যাঙ্ক, ৭জন গ্রেফতার
  • ওয়াটার রিজার্ভ প্রোজেক্টে পরীক্ষা-নিরিক্ষা করার সময় তা ভেঙে পড়ে

  • ঠিকাদার, কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

  • ১১ লক্ষ লিটার জল ধারণের ক্ষমতার জন্য নির্মিত হয়েছিল এই ওয়াটার প্ল্যান্ট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement