TRENDING:

অশোকনগরের পরে এবার বাংলার 'কোন' জায়গায়...? তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার! চমকে দেবে নাম!

Last Updated:

Oil And Natural Gas: উত্তর ২৪ পরগনার অশোকনগরের পর এবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর। এখানেও কি রয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার? এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) বেগমপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে খোঁড়াখুঁড়ির প্রস্তুতি নিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বড় খবর। উত্তর ২৪ পরগনার অশোকনগরের পরে এবার বারুইপুরে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার মিলবে। এই কাজের জন্য তিন বছর ধরে পরীক্ষামূলুক খনন কাজ শুরু করতে চলেছে ও এন জি সি। ইতিমধ্যেই ওই জায়গায় মেশিন যাওযার জন্য রাস্তার কাজ জোরকদমে শুরু হয়েছে।
চলছে খননের কাজ 
চলছে খননের কাজ 
advertisement

পাশাপাশি, অফিসারদের থাকার রুম, কনফারেন্স রুম সবই নির্মাণ চলছে। এই প্রসঙ্গে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বলেন, ১ হাজার একরের বেশি জমিতে ও এন জি সি এই কাজ করবে। প্রাথমিক ভাবে ১০০ একর জমিতে কাজ শুরু হয়েছে। এর ফলে এলাকার আর্থিক সমৃদ্ধি ঘটবে। কর্মসংস্থানের পথ খুলতে পারে।

আরও পড়ুন: শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৭ জেলা কাঁপাবে বজ্রবিদ্যুৎ-ঝড়-জল-দুর্যোগ…, ভারী বৃষ্টির হুঁশিয়ারি উত্তরের ৮ জেলায়, কী হবে কলকাতায়? জানাল IMD

advertisement

জানা গিয়েছে, বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায় এই কাজ শুরু হয়েছে। রাস্তা থেকে প্রায় ১ কিলোমিটার ভিতরে মাঠে এর কাজ হচ্ছে। তিন বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে। এর জন্য কৃষকরা ২ লক্ষ টাকা করে পাবেন। রিক মেশিন (খননকারী মেশিন)ঢোকার জন্য রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে। ও এন জি সি সূত্রে জানা গিয়েছে, যে কোনোও দিন এই মেশিন ঢুকলেই খননকাজ শুরু হয়ে যাবে।

advertisement

View More

আরও পড়ুন: ‘হুইস্কি’ না ‘বিয়ার’ কোনটি ‘কম’ ক্ষতিকর…? স্বাস্থ্যের জন্য কোনটি ভাল, জানুন বিশেষজ্ঞদের মত

স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধান রিয়া বর্মন বলেন, ও এন জি সি কর্তারা ১০০ শতাংশ আশাবাদী এখানে খনন চালিয়ে মিলবে প্রাকৃতিক গ্যাস ও তেল। এলাকার মানুষজন এই কাজের দিকে তাকিয়ে আছেন। কারণ, অর্থনৈতিক উন্নতি ঘটবে গোটা পঞ্চায়েত এলাকার। এই কাজে এলাকার মানুষজনও খুশি। অনেকেই বলেন, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস যদি পাওয়া যায় তবে এলাকার উন্নতি সাধন হবে।

advertisement

আরও পড়ুন: ‘অড়হর’, ‘ছোলা’, ‘মুগ’, ‘মুসুর’ না ‘বিউলি’…? ৫ ‘ডালের’ মধ্যে সবচেয়ে সেরা কোনটি? উত্তর বলে দিলেন বিশেষজ্ঞ

প্রসঙ্গত, এই বেগমপুর পঞ্চায়েত এলাকার প্রায় বেশিরভাগ মানুষজন বাজি শিল্পের উপরে নির্ভরশীল। নানা আতসবাজি বানিয়েই তাঁদের সংসার চলে। কিন্তু তিন বছর খনন কাজের পরে যদি তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে বিকল্প কর্মসংস্থানের দরজা খুলতে পারে তাঁদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সুমন সাহা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অশোকনগরের পরে এবার বাংলার 'কোন' জায়গায়...? তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার! চমকে দেবে নাম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল