স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শিশুটির মা তাকে দিদার কাছে রেখে ব্যাঙ্কের কাজে বেরিয়েছিলেন। সেই সময় এলাকায় আরও দু’তিনজন শিশুর সঙ্গে খেলতে বেরোয় দেড় বছরের সঞ্জু। পরিবারের দাবি, শিশুটি এখনও ঠিকভাবে হাঁটা চলা শেখেনি।
আরও পড়ুন: গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ১৬ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ল! পরীক্ষা কোন মাসে? জানিয়ে দিল SSC
advertisement
জলাশয়ের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পড়ে যায় সঞ্জু। সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করে স্থানীয়দের খবর দেয়। কিন্তু ততক্ষণে জলের তলিয়ে গিয়েছে শিশুটি। তড়িঘড়ি শুরু হয় খোঁজাখুঁজি। পরে জল থেকে উদ্ধার করা হয় সঞ্জুর নিথর দেহ।
ব্যাঙ্ক থেকে ফিরে এসে সন্তানের এমন পরিণতি দেখে ভেঙে পড়েন মা। মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায়। শিশুটির বাবা পেশায় রাজমিস্ত্রি। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের আবহ। ঘটনার খবর পেয়ে গোপলনগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি জলে ডুবে মৃত্যু বলেই মনে করা হচ্ছে। তবে ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। দেড় বছরের শিশুর এভাবে করুণ মৃত্যুতে গোটা চারাবাগী আদিবাসী পাড়ায় শোকের ছায়া।






