গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ১৬ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ল! পরীক্ষা কোন মাসে? জানিয়ে দিল SSC
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
স্কুলে শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ১৬ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ল৷
কলকাতা: স্কুলে শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ১৬ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ল৷ স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৬ লক্ষের মধ্যে গ্রুপ সি পদের জন্যই আবেদন জমা পরল বেশি এসএসসিতে। গতকাল, রাতেই শেষ হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবেদনের সময়সীমা।
২০১৬ নিয়োগে অবশ্য ১৮ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। ২০১৬ নিয়োগের তুলনায় তুলনামূলক কম আবেদন জমা পরল এবারের নিয়োগে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পদের ক্ষেত্রে পৃথক পৃথক লিখিত পরীক্ষা নেবে এসএসসি। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় একসঙ্গে প্রচুর পরিমাণ পরীক্ষা কেন্দ্রের প্রয়োজন রয়েছে। সেই কারণেই সময় নিয়েই পরীক্ষা নিতে চায় এসএসসি।
advertisement
advertisement
প্রসঙ্গত, গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আবেদনের সময়সীমা প্রথমে ছিল ৮ ডিসেম্বর পর্যন্ত৷ কিন্তু ৷ কিন্তু, প্রযুক্তিগত কারণে তা আরও তা বাড়িয়ে ১২ ডিসেম্বর বিকেল ৫ টা পর্যন্ত করা হয়৷ প্রচুর আবেদনকারী একসঙ্গে ভিজিট করার জন্য জেরে সমস্যা তৈরি হয় এসএসসির সার্ভারে। তাতে, আরও ইচ্ছুক আবেদনকারী সমস্যায় পড়ে থাকতে পারে বলে মনে করছে কমিশন৷ তাই বাড়ানো হয় আবেদনের সময়৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2025 8:07 PM IST








