Astrology: ডিসেম্বরের শেষেই স্থান বদল শুক্রের! টাকা, প্রোমোশন...সাফল্যের চূড়োয় ৪ রাশি, '২৬ সালেও চলবে গোল্ডেন টাইম

Last Updated:
Shukra gochar rashifal: ডিসেম্বরের শেষেই স্থান পরিবর্তন করতে চলেছে শুক্র গ্রহ৷ প্রেম আর সুখের কারক গ্রহ শুক্র তার নিজেরই নক্ষত্র, মানে পূর্বাষাঢ়া নক্ষত্রে গোচর হতে চলেছে৷
1/9
ডিসেম্বরের শেষেই স্থান পরিবর্তন করতে চলেছে শুক্র গ্রহ৷ প্রেম আর সুখের কারক গ্রহ শুক্র তার নিজেরই নক্ষত্র, মানে পূর্বাষাঢ়া নক্ষত্রে গোচর হতে চলেছে৷ যার শুভ আর ইতিবাচক প্রভাব ৪টি রাশির জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে৷
ডিসেম্বরের শেষেই স্থান পরিবর্তন করতে চলেছে শুক্র গ্রহ৷ প্রেম আর সুখের কারক গ্রহ শুক্র তার নিজেরই নক্ষত্র, মানে পূর্বাষাঢ়া নক্ষত্রে গোচর হতে চলেছে৷ যার শুভ আর ইতিবাচক প্রভাব ৪টি রাশির জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে৷
advertisement
2/9
শুক্র গ্রহ ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার রাত ১০:০৫ মিনিটে মুল নক্ষত্র থেকে নিজেরই পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। নিজের নক্ষত্রে শুক্র প্রবেশ করলে ৪টি রাশির জাতকদের জীবনে শুভ আর ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে৷
শুক্র গ্রহ ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার রাত ১০:০৫ মিনিটে মুল নক্ষত্র থেকে নিজেরই পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। নিজের নক্ষত্রে শুক্র প্রবেশ করলে ৪টি রাশির জাতকদের জীবনে শুভ আর ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে৷
advertisement
3/9
বৃষ রাশি: শুক্রের পূর্বাষাঢ়া নক্ষত্রে গোচর বৃষ রাশির জাতক জাতিকারা বিশেষ লাভ পেতে পারেন৷ টাকার আগমন বাড়তে পারে। জাতক জাতিকাদের প্রেমের সম্পর্ক আগের চেয়ে আরও গভীর আর মধুর হবে। স্থাবর সম্পত্তি কেনার রাস্তা খুলবে। জাতকরা মানসিক শান্তি পেতে পারেন।
বৃষ রাশি: শুক্রের পূর্বাষাঢ়া নক্ষত্রে গোচর বৃষ রাশির জাতক জাতিকারা বিশেষ লাভ পেতে পারেন৷ টাকার আগমন বাড়তে পারে। জাতক জাতিকাদের প্রেমের সম্পর্ক আগের চেয়ে আরও গভীর আর মধুর হবে। স্থাবর সম্পত্তি কেনার রাস্তা খুলবে। জাতকরা মানসিক শান্তি পেতে পারেন।
advertisement
4/9
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভাল সময় আসতে চলেছে শুক্রের গোচরে৷ দাম্পত্য জীবনে সুখ আর প্রেম বাড়বে৷ সম্পর্কে আরও মধুর হবে৷
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভাল সময় আসতে চলেছে শুক্রের গোচরে৷ দাম্পত্য জীবনে সুখ আর প্রেম বাড়বে৷ সম্পর্কে আরও মধুর হবে৷
advertisement
5/9
ব্যবসায় লাভের রাস্তা খুলবে। জাতকরা আবেগের দিক থেকে নিজেকে ব্যালেন্স করতে পারবেন। মানসিক শান্তি বাড়বে আর আটকে থাকা কাজ হয়ে যাবে।
ব্যবসায় লাভের রাস্তা খুলবে। জাতকরা আবেগের দিক থেকে নিজেকে ব্যালেন্স করতে পারবেন। মানসিক শান্তি বাড়বে আর আটকে থাকা কাজ হয়ে যাবে।
advertisement
6/9
মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের নক্ষত্র গোচর নতুন আশা আর নতুন সাফল্য নিয়ে আসবে। এই রাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ইচ্ছা পূরণ হতে পারে।
মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের নক্ষত্র গোচর নতুন আশা আর নতুন সাফল্য নিয়ে আসবে। এই রাশির জাতক জাতিকাদের উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ইচ্ছা পূরণ হতে পারে।
advertisement
7/9
কেরিয়ারে নতুন সুযোগ আসবে। জাতক জাতিকারা অনেকদিন ধরে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। প্রেমের সম্পর্কে চলা টেনশন দূর হবে।
কেরিয়ারে নতুন সুযোগ আসবে। জাতক জাতিকারা অনেকদিন ধরে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। প্রেমের সম্পর্কে চলা টেনশন দূর হবে।
advertisement
8/9
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের নক্ষত্র গোচর বড় আর ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। প্রেমের সম্পর্কে গভীরতা আসবে আর জাতকদের আকর্ষণ বাড়বে।
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের নক্ষত্র গোচর বড় আর ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। প্রেমের সম্পর্কে গভীরতা আসবে আর জাতকদের আকর্ষণ বাড়বে।
advertisement
9/9
অবিবাহিত জাতকরা নতুন সম্পর্কে বাঁধা পড়তে পারেন। জাতকদের আগ্রহ সৃজনশীল কাজে বাড়বে। টাকা আয়ের অনেক মাধ্যম হাতে আসতে পারে।
অবিবাহিত জাতকরা নতুন সম্পর্কে বাঁধা পড়তে পারেন। জাতকদের আগ্রহ সৃজনশীল কাজে বাড়বে। টাকা আয়ের অনেক মাধ্যম হাতে আসতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement