হাসপাতাল সুপার সুব্রত মন্ডল জানান, বারাসত কাজিপাড়ার বাসিন্দা ৭৭ বছরের ছায়া রানী দে ভর্তি হন হাসপাতালে। তার পাকস্থলীতে ক্যান্সার ধরা পরে। পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, অন্য কোথাও নিয়ে গিয়ে অপারেশন করাবে সেই সামর্থ্যও নেই। অবশেষে হাসপাতালে সুপারের নির্দেশ মত ডাঃ রবিন মুখোপাধ্যায়, ওঙ্ক সার্জেন্ট ডাঃ রাজীব কান্তি শিকদার সহ নার্সিং স্টাফদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়। রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
সেইমত সবরকম পরীক্ষা-নিরীক্ষা করে অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ সময় ধরে চলা অপারেশনের পর আজ রোগীকে জেনারেল বেডে দেওয়া হয়। সম্পূর্ণ সুস্থ রয়েছেন ওই রোগী বলেই হাসপাতাল সূত্রে খবর। এই প্রথম এমন ধরনের অপারেশন হল বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুনঃ এবার ফিফার বর্ষসেরা হওয়ার লড়াইয়ে মেসি-এমবাপে, তালিকায় জায়গাই হল না রোনাল্ডোর
যেহেতু মেডিকেল কলেজ হাসপাতাল তাই এই ধরনের ঝুঁকিপূর্ণ অপারেশন আগামীতে করতে হবে বলে জানান চিকিৎসকরা। তারা হাসপাতাল সুপারের ভরসায় এই অপারেশন করতে সফল হয়েছেন বলেই জানান চিকিৎসকরা। সম্পুর্ন চিকিৎসা বিনামূল্যে হয়েছে, এবং আগামীতে কেমোথেরাপিও রোগীকে হাসপাতাল থেকেই ব্যবস্থা করে দেওয়া হবে বলেই জানানো হয়েছে। ফলে নতুন এক দৃষ্টান্ত তৈরি করল জেলার গুরুত্বপূর্ণ এই হাসপাতাল।
Rudra Narayan Roy