আর এই দিওয়ালি ঘর সাজানোর জন্য নানান ধরনের মাটির খেলনা বিক্রি হতে দেখা যায় জেলার বিভিন্ন প্রান্তে। এই সময় মৃৎশিল্পীদের ব্যস্ততা থাকে তুঙ্গে। পুরুলিয়া শহরের হাটের মোড়ে মাটির বিভিন্ন খেলনার পসরা সাজিয়ে হাজির হয়েছেন মৃৎশিল্পীরা। রয়েছে মাটি দিয়ে তৈরি হাঁড়ি, কড়াই, উনুন, ঝুড়ি সহ বিভিন্ন ধরনের রংবেরঙের খেলনা। মাত্র পাঁচ টাকাতেই পাওয়া যাচ্ছে এই সমস্ত মাটির খেলনা।
advertisement
এ বিষয়ে এক মৃৎশিল্পী আশা কুম্ভকার বলেন, প্রায় চার থেকে ছয় মাস ধরে তারা এগুলো তৈরি করেন। মূলত উৎসবের এই মরশুমে এই খেলনার চাহিদা থাকে। সেট হিসাবে বিক্রি হয় এই খেলনা গুলি। প্রায় বেশিরভাগ মানুষই বাড়িতে এগুলি কিনে নিয়ে যান দীপাবলীর এই সময়তে। চাহিদাও যথেষ্ট থাকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে এক ক্রেতা অর্পিতা দত্ত বলেন, প্রতিবছর তিনি এই খেলনা কিনে থাকেন। দিওয়ালি ঘর সাজানো হয় মাটির এই খেলনা গুলি দিয়ে। এছাড়াও বাচ্চারা এগুলো নিয়ে খেলা করে। এটা জেলার একটা ঐতিহ্য। উৎসবের এই সময় জেলার বেশিরভাগ জায়গাতেই দিওয়ালি ঘর সাজাতে দেখা যায়। তাই মৃৎশিল্পীদের বরাত যথেষ্ট থাকে দীপাবলীর এই সময়তে। শুধু জেলা নয় ভিন রাজ্যেও মাটির তৈরি এই খেলনা রফতানি করেন শিল্পীরা।