কালীপুজোর ভিড়ে যেন এক অন্য পুজো বাঁকুড়া জেলার ইন্দাসের মির্জাপুরে। এখানকার সাঁতরা পরিবারে বড় বৌমা হীরাবালা সাঁতরাকে মা কালী রূপে পূজা করা হল। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই রীতি। গলায় রক্তজবার মালা, কপালে লাল চন্দন – এই বেশেই পূজিতা হন জ্যান্ত মা মুণ্ডমালিনী।
advertisement
পরিবারের দাবি, সাঁতরা পরিবারের কোনও এক পূর্বপুরুষকে কালী মা স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন বাড়ির বড় বধূকে কালী রূপে পূজা করার। সেই থেকে আজও পরিবারের বড় বধূকে পুজো করার নিয়ম চলে আসছে। পরিবারের গৃহবধূ হীরাবালা সাঁতরা গত ৪০ বছর ধরে মা কালীরূপে পূজিতা হয়ে আসছেন।
আরও পড়ুনঃ নীল আলোয় মোড়ানো পুজো মণ্ডপ! ডায়মন্ড হারবারের ‘এই’ কালীপুজো না দেখলে আফসোস, কী চমক রয়েছে জানেন?
পুজোর দিন তাঁকে দেবীর আসনে বসানো হয়। গলায় রক্তজবার মালা ও কপালে রক্তচন্দনের তিলক আঁকা হয়। পুজোর সময় স্বয়ং মা কালী হীরাবালাদেবীর শরীরে ভর করে থাকেন, এমনটাই বিশ্বাস সকলের। পুরোহিত তাঁকে দেবী রূপে পুজো করেন। আশেপাশের দর্শনার্থীরা জীবন্ত কালীর পুজো দেখতে সাঁতরা বাড়িতে ভিড় জমান। কালীপুজোর পরের দিনেও নিয়ম নীতি অনুযায়ী আরও একবার জ্যান্ত মাকে পুজো করে বরণ করে তার ঘট বিসর্জন করা হয়।