TRENDING:

বাঁকুড়ায় জ্যান্ত কালীর পুজো! দেবীর আসনে বাড়ির বড় বউ, দীপান্বিতা অমাবস্যায় রক্তচন্দনের তিলক আঁকা শরীরে ভর করেন স্বয়ং মা কালী

Last Updated:

Jibonto Kali: বাঁকুড়ার ইন্দাসে জীবন্ত কালীর পুজো। সাঁতরা পরিবারে বড় বৌমা হীরাবালা সাঁতরাকে মা কালী রূপে পূজা করা হল। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই রীতি। গলায় রক্তজবার মালা, কপালে লাল চন্দন - এই বেশেই পূজিতা হন জ্যান্ত মা মুণ্ডমালিনী। পুজোর দিন তাঁকে দেবীর আসনে বসানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্দাস, বাঁকুড়া, দেবব্রত মন্ডল: বাঁকুড়ার ইন্দাসে জীবন্ত কালীর পুজো। শুনে নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না। কিন্তু ইন্দাসে এমনটাই হয়ে আসছে বছরে পর বছর ধরে। বাড়ির বড় বউকে কালী রূপে পুজো করা হয় এই পরিবারে। বংশপরম্পরায় এটাই রীতি এটাই নীতি।
বাঁকুড়ার ইন্দাসে জীবন্ত কালীর পুজো
বাঁকুড়ার ইন্দাসে জীবন্ত কালীর পুজো
advertisement

কালীপুজোর ভিড়ে যেন এক অন্য পুজো বাঁকুড়া জেলার ইন্দাসের মির্জাপুরে। এখানকার সাঁতরা পরিবারে বড় বৌমা হীরাবালা সাঁতরাকে মা কালী রূপে পূজা করা হল। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই রীতি। গলায় রক্তজবার মালা, কপালে লাল চন্দন – এই বেশেই পূজিতা হন জ্যান্ত মা মুণ্ডমালিনী।

আরও পড়ুনঃ অর্ধেক কালী-অর্ধেক কৃষ্ণ! বারাসাতের দ্বারকা নগরীতে ‘কৃষ্ণকালী’ দেখতে উপচে পড়া ভিড়, বছরের অন্যতম সেরা মূর্তি না দেখলে বড় মিস

advertisement

পরিবারের দাবি, সাঁতরা পরিবারের কোনও এক পূর্বপুরুষকে কালী মা স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিলেন বাড়ির বড় বধূকে কালী রূপে পূজা করার। সেই থেকে আজও পরিবারের বড় বধূকে পুজো করার নিয়ম চলে আসছে। পরিবারের গৃহবধূ হীরাবালা সাঁতরা গত ৪০ বছর ধরে মা কালীরূপে পূজিতা হয়ে আসছেন।

আরও পড়ুনঃ নীল আলোয় মোড়ানো পুজো মণ্ডপ! ডায়মন্ড হারবারের ‘এই’ কালীপুজো না দেখলে আফসোস, কী চমক রয়েছে জানেন?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

পুজোর দিন তাঁকে দেবীর আসনে বসানো হয়। গলায় রক্তজবার মালা ও কপালে রক্তচন্দনের তিলক আঁকা হয়। পুজোর সময় স্বয়ং মা কালী হীরাবালাদেবীর শরীরে ভর করে থাকেন, এমনটাই বিশ্বাস সকলের। পুরোহিত তাঁকে দেবী রূপে পুজো করেন। আশেপাশের দর্শনার্থীরা জীবন্ত কালীর পুজো দেখতে সাঁতরা বাড়িতে ভিড় জমান। কালীপুজোর পরের দিনেও নিয়ম নীতি অনুযায়ী আরও একবার জ্যান্ত মাকে পুজো করে বরণ করে তার ঘট বিসর্জন করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁকুড়ায় জ্যান্ত কালীর পুজো! দেবীর আসনে বাড়ির বড় বউ, দীপান্বিতা অমাবস্যায় রক্তচন্দনের তিলক আঁকা শরীরে ভর করেন স্বয়ং মা কালী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল