TRENDING:

South 24 Parganas News: নেই অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন! সমস্যা বারুইপুর হাসপাতালে

Last Updated:

দীর্ঘদিন ধরে বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীদের হাসপাতালে এসেও ফিরে যেতে হচ্ছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর: হাসপাতালে নেই পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন। ভ্যাকসিন না থাকার কারণে হাসপাতালে এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের।মূলত কুকুর কিংবা বিড়ালে কামড়ালে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন এর প্রয়োজন হয় কিন্তু দীর্ঘদিন ধরে বারুইপুর মহকুমা হাসপাতালে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। এর ফলে হাসপাতালে এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। হাসপাতালে ভ্যাকসিন পরিষেবা না থাকার কারণে সমস্যায় পড়েছেন বহু রুগী। এই হাসপাতালের উপর নির্ভরশীল জয়নগর, কুলতলী, বারুইপুর, রামনগর, বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা।
advertisement

আরও পড়ুন: নেই বাসস্থান, পাখি কমছে সুন্দরবনে! হাত বাড়াল পুলিশ

এ পসঙ্গে এক রুগীর পরিবারের সদস্য বলেন, প্রতিবছর কয়েক হাজার মানুষ কুকুর, বিড়ালে কামড়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। কুকুর কিংবা বিড়াল কামড়ালে ২৪ ঘন্টার মধ্যে যে অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন এর প্রয়োজন হয় সেই ভ্যাকসিন বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নেই। এর ফলে প্রতিদিন রোগীরা ফিরে যাচ্ছে। এছাড়াও হাসপাতালে কর্তৃপক্ষের চরম অব্যবস্থার অভিযোগ তোলে যাদবপুর বিজেপির সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি। বারুইপুর মহকুমার হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ। এ ছাড়া আরও বলেন নেই পর্যাপ্ত পরিবারে ভ্যাকসিন এর ফলে রোগীরা চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। প্রতিবছর কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বহু মানুষের।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

অবিলম্বে বারুইপুর মহকুমা হাসপাতালে যে সকল জরুরী ভিত্তিক চিকিৎসা পরিষেবা প্রয়োজন রয়েছে সেই পরিষেবা সচল না করলে আগামী দিনের বৃহত্তম আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেয়। যদিও বারুইপুর মহকুমা হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে এন্টি র‍্যাবিস ভ্যাকসিন নেই এ কথা স্বীকার করেন বারুইপুর মহকুমা হাসপাতালে সুপার। তিনি বলেন বেশ কয়েকদিন হয়েছে অ্যান্টি রেবিস ভ্যাকসিন শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে গোটা বিষয় জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যে ভ্যাকসিন হাসপাতালে পাওয়া যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নেই অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন! সমস্যা বারুইপুর হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল