আরও পড়ুন: নেতাজির জন্মদিনে আজও সকলকে সিঙারা খাওয়ায় রায় পরিবার
বর্তমান শ্যামনগর চৌরঙ্গী কালী বাড়ির সামনে নেতাজি পথ আটকায় তৎকালীন নোয়াপাড়া থানার দায়িত্বে থাকা ইন্সপেক্টর সহ পুলিশ দল। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আসা হয় থানায়। বেশ কয়েক ঘন্টা তাকে সেখানেই আটকে রাখা হয়। ১০/৮ ফুটের গারদে তাই নেতাজির পদধুলি পড়ায়, ঘরটিকে স্মৃতিসৌধ হিসেবে রাখা হয়েছে। এদিন গোটা ঘরটি সাজানো হয় ফুল দিয়ে।
advertisement
আরও পড়ুন: নেতাজি ঘোড়ার গাড়িতে বসিরহাটের এই স্কুলে পৌঁছে সভা করেছিলেন, কারণ জানলে আবেগে ভাসবেন
নেতাজির মূর্তিতে মাল্যদান করতে নোয়াপাড়া থানায় আসেন বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তার সঙ্গে ছিলেন ডিসি নর্থ শ্রী হরি পান্ডে, গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস, উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। যে ঘরটিতে সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা হয়েছিল সেই ঘরটিও ঘুরে দেখেন অতিথিরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুভাষচন্দ্রের স্মৃতি আগলে তাই এভাবেই চলে আসছে নোয়াপাড়া থানার নেতাজি স্মরণ।
Rudra Nrayan Roy