TRENDING:

Netaji Subhas Chandra Bose Birthday: এই থানায় পদধূলি পড়েছিল নেতাজির, আজও অন্যভাবে হয় স্মৃতিচারণ

Last Updated:

নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই নোয়াপাড়া থানাতে এক ঘন্টার জন্য কারাগারে আটক করে রেখে ছিল তৎকালীন ইংরেজ সরকার। আজও অন্যভাবে হয় তাঁর স্মৃতিচারণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: নোয়াপাড়া থানায় আজ যেন একটু অন্যরকম ভাবেই নেতাজি সুভাষচন্দ্র বসু কে স্মরণ করা হল। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই নোয়াপাড়া থানাতে এক ঘন্টার জন্য কারাগারে আটক করে রেখে ছিল তৎকালীন ইংরেজ সরকার। ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৩১ সালে ১১ই অক্টোবর জগদ্দলের গোলঘর বঙ্গীয় পাটকল শ্রমিক সংগঠনের সভায় নেতাজি সুভাষচন্দ্র বসু ভাষণ দিতে যাচ্ছিলেন। ব্রিটিশ পুলিশ ভেবে ছিল নেতাজির ভাষন শুনলে ওই এলাকার শ্রমিক, সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের উপর ক্ষুব্ধ হয়ে উঠবে।
নোয়াপাড়া থানায় নেতাজির স্মৃতি সংরক্ষিত কক্ষ
নোয়াপাড়া থানায় নেতাজির স্মৃতি সংরক্ষিত কক্ষ
advertisement

আরও পড়ুন:  নেতাজির জন্মদিনে আজও সকলকে সিঙারা খাওয়ায় রায় পরিবার

বর্তমান শ্যামনগর চৌরঙ্গী কালী বাড়ির সামনে নেতাজি পথ আটকায় তৎকালীন নোয়াপাড়া থানার দায়িত্বে থাকা ইন্সপেক্টর সহ পুলিশ দল। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আসা হয় থানায়। বেশ কয়েক ঘন্টা তাকে সেখানেই আটকে রাখা হয়। ১০/৮ ফুটের গারদে তাই নেতাজির পদধুলি পড়ায়, ঘরটিকে স্মৃতিসৌধ হিসেবে রাখা হয়েছে। এদিন গোটা ঘরটি সাজানো হয় ফুল দিয়ে।

advertisement

আরও পড়ুন: নেতাজি ঘোড়ার গাড়িতে বসিরহাটের এই স্কুলে পৌঁছে সভা করেছিলেন, কারণ জানলে আবেগে ভাসবেন

View More

নেতাজির মূর্তিতে মাল্যদান করতে নোয়াপাড়া থানায় আসেন বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তার সঙ্গে ছিলেন ডিসি নর্থ শ্রী হরি পান্ডে, গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস, উত্তর ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান মলয় ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। যে ঘরটিতে সুভাষচন্দ্র বসুকে আটক করে রাখা হয়েছিল সেই ঘরটিও ঘুরে দেখেন অতিথিরা।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুভাষচন্দ্রের স্মৃতি আগলে তাই এভাবেই চলে আসছে নোয়াপাড়া থানার নেতাজি স্মরণ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Nrayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Netaji Subhas Chandra Bose Birthday: এই থানায় পদধূলি পড়েছিল নেতাজির, আজও অন্যভাবে হয় স্মৃতিচারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল