Netaji Birth Anniversary: নেতাজি ঘোড়ার গাড়িতে বসিরহাটের এই স্কুলে পৌঁছে সভা করেছিলেন, কারণ জানলে আবেগে ভাসবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Netaji Birth Anniversary: বসিরহাট মহকুমার প্রাচীনতম স্কুল গুলির মধ্যে স্কুল একটি অন্যতম।
বসিরহাট: বসিরহাট শহরের বুকে ইছামতীর তীরে বসিরহাট হাই স্কুল। বসিরহাট মহকুমার প্রাচীনতম স্কুল গুলির মধ্যে স্কুল একটি অন্যতম। ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের ইতিকথা নিয়ে ছড়িয়ে আছে অনেক ইতিহাস। আর এই স্কুলে ১৯২৯ সালে কংগ্রেসের একটি প্রাদেশিক সভায় যোগ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
সঙ্গে ছিলেন তৎকালীন জাতীয় কংগ্রেসের নেতৃত্ব চক্রবর্তী রাজা গোপালাচারী। পাশাপাশি উপস্থিত ছিলেন বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস সভাপতি যতীন্দ্রমোহন সেনগুপ্ত। বসিরহাট হাইস্কুলের বর্তমানে ভবনের ১৩ এবং ১৪ ও ১৫ নম্বর কক্ষ ও মাঠে উপস্থিত হন।
আরও পড়ুন: ‘আমি রাম-বিরোধী নই, কিন্তু সীতার কথা তো নেই’, পুরনো অস্ত্রেই বিজেপিকে বিঁধলেন মমতা!
প্রাতকালীন মাটিনবান রোডের রেলপথে বসিরহাটে আসার পর বসিরহাটের ত্রিমোনী থেকে মালা পরিয়ে ঘোড়ার গাড়িতে মহাসমারোহে ঢাক ঢোল পিটিয়ে নিয়ে জয় উল্লাসের সঙ্গে বসিরহাট হাই স্কুলে নিয়ে যা হয়। বসিরহাট হাই স্কুলের কংগ্রেসের প্রাদেশিক সভায় মানুষের জনসমাবেশে বিপুল সাড়া পড়ে।
advertisement
advertisement
পাশাপাশি এই সম্মেলনের উল্লেখযোগ্য আরও একটি ঘটনা ছিল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের “আমরা শক্তি আমরা দল” গানটি নেতাজি নেতাজির উপস্থিতিতে প্রথম এই সভা মঞ্চ থেকে গাওয়া হয়।
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 7:43 PM IST