প্রসঙ্গত এদিনের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, জেলা সভাপতি বিকাশ ঘোষসহ একাধিক নেতা। সেখানেই মাঠ সংস্কারের দাবিতে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সামনে সরাসরি দাবি তোলেন তারা।
আরও পড়ুন : ফুচকার মুচমুচে স্বাদেই আতঙ্ক! একসঙ্গে অসুস্থ ৩৫, বমি-ডায়রিয়ায় কাহিল মানুষ
advertisement
উল্লেখ্য, পুরস্কার বিতরণীর আগে হঠাৎই স্থানীয় বাসিন্দারা মাঠ সংস্কারের দাবি তোলেন। যে কারণে বেশ কিছু সময়ের জন্য থমকে যায় অনুষ্ঠান। এরপর শমীক ভট্টাচার্য হাতজোড় করে বলেন, স্থানীয়দের আশ্বাস দিয়েছেন। কিন্তু এলাকাবাসীরা চাইছেন দ্রুত সংস্কার করা হোক ময়দানের।
আরও পড়ুন : দীর্ঘ অনুপস্থিতির পর অবশেষে বিজেপির মঞ্চে অনন্ত মহারাজ! হঠাৎ উপস্থিতি ঘিরে তোলপাড়
কিন্তু কী কারণে হঠাৎ খেলার ময়দানে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা? স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার সময় গোলপোস্ট কেটে দেওয়া হয়েছিল। এরপর আর সংস্কার করা হয়নি। মাঠে আবার খেলা হচ্ছে, কিন্তু অবস্থা আগের মতোই খারাপ। অন্যদিকে এই বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ কটাক্ষ করে বলেন, ‘কামিনী কাঞ্চন কী বলেছেন তা জানি না। ওই মাঠ রেলের, পৌরসভার নয়। বিজেপি সভাপতি হয়তো জানেন না। আমাদের যদি রেল এনওসি দেয়, তাহলে কাল থেকেই সংস্কারের কাজ শুরু করে দেব।’