TRENDING:

Durga Puja 2025 : শহরের কৃত্রিমতা ছাপিয়ে গ্রামীণ শৈলীর বার্তা! পুরুলিয়ার দুর্গাপুজোয় এক অন্য গল্প

Last Updated:

Durga Puja 2025 : পুরুলিয়ার পারবেলিয়া নিউ সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে ব্যতিক্রমী থিম রূপান্তরের রাত্রি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার নিতুড়িয়ার পারবেলিয়া নিউ সার্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ এবার অভিনব ভাবনাচিন্তায় এক ব্যতিক্রমী থিমে গড়ে উঠছে। এবারের পুজোর থিম তৈরি করা রূপান্তরের রাত্রি। এই থিমের মূল ভাবনা ঘিরে রয়েছে রূপান্তরের এক সাংস্কৃতিক গল্প। যেখানে লোকশিল্প, গ্রামীণ শৈলী ও প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক তুলে ধরা হবে এক শিল্পমণ্ডিত আঙ্গিকে।
advertisement

মণ্ডপটি নির্মিত হচ্ছে সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে। যেমন বাঁশুরি, পিতলের থালা, কদমফুল, কাঠের পুতুল, বাঁশের ঝুড়ি ইত্যাদি। শুধু মণ্ডপের সাজসজ্জাই নয়, এই থিমের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্যক্ষ করবেন এক রূপান্তরিত রাত্রির কাহিনী। যেখানে আধুনিকতার কোলাহলে ঢাকা পড়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি ও প্রকৃতির শান্ত সুরধ্বনি নতুনভাবে প্রাণ পাবে।

আরও পড়ুন : দুর্গাপুজোয় শুধু জগন্নাথ দেবের দর্শন নয়, মিলবে মহাপ্রসাদও! কোথায় গেলে পাবেন এই সুযোগ? রইল লোকেশন

advertisement

নবদ্বীপ থেকে আগত একদল দক্ষ শিল্পীর হাতে এখন জোরকদমে চলছে মণ্ডপসজ্জার কাজ। এবার এই পুজো ২১ তম বর্ষে পদার্পণ করল। পুজোয় বাজেট ধরা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। এই বিশাল আয়োজনের মূল কারিগর পুজো কমিটির কনভেনার হরেরাম সিং বলেন, প্রতিবছরই আমরা দর্শনার্থীদের মন জয় করতে নিত্যনতুন ভাবনায় থিম তৈরি করি। এবারের রূপান্তরের রাত্রি থিমে রয়েছে এক বিশেষ চমক।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

পুরুলিয়ার লোকসংস্কৃতির ছোঁয়ার পাশাপাশি দর্শনার্থীরা পাবেন এক অভিনব অনুভব, যা শহরের কৃত্রিমতা থেকে অনেকটাই আলাদা। পারবেলিয়া নিউ সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের এবারের থিম যেন বার্তা দিতে চলেছে, রূপান্তর মানে শুধুই আধুনিকতার দিকে দৌড়নো নয়, বরং প্রাচীন ঐতিহ্য ও সৌন্দর্যকে বর্তমানের আলোয় নতুন করে ফিরে দেখা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : শহরের কৃত্রিমতা ছাপিয়ে গ্রামীণ শৈলীর বার্তা! পুরুলিয়ার দুর্গাপুজোয় এক অন্য গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল