মণ্ডপটি নির্মিত হচ্ছে সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে। যেমন বাঁশুরি, পিতলের থালা, কদমফুল, কাঠের পুতুল, বাঁশের ঝুড়ি ইত্যাদি। শুধু মণ্ডপের সাজসজ্জাই নয়, এই থিমের মাধ্যমে দর্শনার্থীরা প্রত্যক্ষ করবেন এক রূপান্তরিত রাত্রির কাহিনী। যেখানে আধুনিকতার কোলাহলে ঢাকা পড়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি ও প্রকৃতির শান্ত সুরধ্বনি নতুনভাবে প্রাণ পাবে।
আরও পড়ুন : দুর্গাপুজোয় শুধু জগন্নাথ দেবের দর্শন নয়, মিলবে মহাপ্রসাদও! কোথায় গেলে পাবেন এই সুযোগ? রইল লোকেশন
advertisement
নবদ্বীপ থেকে আগত একদল দক্ষ শিল্পীর হাতে এখন জোরকদমে চলছে মণ্ডপসজ্জার কাজ। এবার এই পুজো ২১ তম বর্ষে পদার্পণ করল। পুজোয় বাজেট ধরা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। এই বিশাল আয়োজনের মূল কারিগর পুজো কমিটির কনভেনার হরেরাম সিং বলেন, প্রতিবছরই আমরা দর্শনার্থীদের মন জয় করতে নিত্যনতুন ভাবনায় থিম তৈরি করি। এবারের রূপান্তরের রাত্রি থিমে রয়েছে এক বিশেষ চমক।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়ার লোকসংস্কৃতির ছোঁয়ার পাশাপাশি দর্শনার্থীরা পাবেন এক অভিনব অনুভব, যা শহরের কৃত্রিমতা থেকে অনেকটাই আলাদা। পারবেলিয়া নিউ সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের এবারের থিম যেন বার্তা দিতে চলেছে, রূপান্তর মানে শুধুই আধুনিকতার দিকে দৌড়নো নয়, বরং প্রাচীন ঐতিহ্য ও সৌন্দর্যকে বর্তমানের আলোয় নতুন করে ফিরে দেখা।