Fuchka Food Poisoning : ফুচকার মুচমুচে স্বাদেই আতঙ্ক! একসঙ্গে অসুস্থ ৩৫, বমি-ডায়রিয়ায় কাহিল মানুষ
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Fuchka Food Poisoning : ফুচকা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৩৫ জন গ্রামবাসী। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়ার ঘটনা।
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী : ফুচকা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৩৫ জন গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় গ্রামের অনেকে ফুচকা খান। এরপর রাতের পর থেকেই একে একে সকলের বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দিতে থাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়ায়।
এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১৫ জন। অসুস্থদের মধ্যে ১৫ জনকে তড়িঘড়ি ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের গ্রামেই প্রাথমিক চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন : শহরের কৃত্রিমতা ছাপিয়ে গ্রামীণ শৈলীর বার্তা! পুরুলিয়ার দুর্গাপুজোয় এক অন্য গল্প
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ফুচকা বা ব্যবহৃত জলের মধ্যে বিষাক্ত কিছু থাকাতেই এতজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের পরিবার জানাচ্ছেন, যারা ফুচকা খেয়েছিলেন শুধুমাত্র তারাই এই উপসর্গে ভুগছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুন : দুর্গাপুজোয় শুধু জগন্নাথ দেবের দর্শন নয়, মিলবে মহাপ্রসাদও! কোথায় গেলে পাবেন এই সুযোগ? রইল লোকেশন
প্রসঙ্গত, রাস্তাঘাটে বহু মানুষ মুচমুছে ফুচকা মুখে তুলে নিতে ভাসবাসেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এমন ঘটনার পরে অনেকেই আতঙ্কিত। তবে বিশেষজ্ঞদের অনুমান ফুচকায় ব্যবহৃত জল কোনওভাবে বিষাক্ত হয়ে গিয়েছিল। যে কারণে এই ধরণের সমস্যা দেখা দিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 11:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fuchka Food Poisoning : ফুচকার মুচমুচে স্বাদেই আতঙ্ক! একসঙ্গে অসুস্থ ৩৫, বমি-ডায়রিয়ায় কাহিল মানুষ