এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১৫ জন। অসুস্থদের মধ্যে ১৫ জনকে তড়িঘড়ি ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের গ্রামেই প্রাথমিক চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন : শহরের কৃত্রিমতা ছাপিয়ে গ্রামীণ শৈলীর বার্তা! পুরুলিয়ার দুর্গাপুজোয় এক অন্য গল্প
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ফুচকা বা ব্যবহৃত জলের মধ্যে বিষাক্ত কিছু থাকাতেই এতজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের পরিবার জানাচ্ছেন, যারা ফুচকা খেয়েছিলেন শুধুমাত্র তারাই এই উপসর্গে ভুগছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
advertisement
আরও পড়ুন : দুর্গাপুজোয় শুধু জগন্নাথ দেবের দর্শন নয়, মিলবে মহাপ্রসাদও! কোথায় গেলে পাবেন এই সুযোগ? রইল লোকেশন
প্রসঙ্গত, রাস্তাঘাটে বহু মানুষ মুচমুছে ফুচকা মুখে তুলে নিতে ভাসবাসেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এমন ঘটনার পরে অনেকেই আতঙ্কিত। তবে বিশেষজ্ঞদের অনুমান ফুচকায় ব্যবহৃত জল কোনওভাবে বিষাক্ত হয়ে গিয়েছিল। যে কারণে এই ধরণের সমস্যা দেখা দিয়েছে।