TRENDING:

সংসারের হাল ধরতে ভিনরাজ্যে পাড়ি, ফিরল নিথর দেহ! নন্দীগ্রামের ২ যুবকের সঙ্গে কী ঘটল গুজরাতে?

Last Updated:

Nandigram Migrant Workers Died: গুজরাতে কাজে গিয়ে মৃত্যু নন্দীগ্রামের দুই যুবকের। গুজরাতের কারখানায় ওয়েল্ডিংয়ের কাজের সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে নন্দীগ্রামের দুই পরিযায়ী শ্রমিকের। স্থানীয় প্রশাসন দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: হাল ফেরাতে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরল নিথর দেহ। ভেঙে পড়ল গোটা গ্রাম। গুজরাতে কাজে গিয়ে মৃত্যু নন্দীগ্রামের দুই যুবকের। ভিন রাজ্যে কাজে গিয়ে আবারও নন্দীগ্রামের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকায়। জানা যায়, গুজরাতের কারখানায় ওয়েল্ডিংয়ের কাজের সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে নন্দীগ্রামের ওই দুই যুবকের। এই দুই যুবকের বাড়ি নন্দীগ্রাম এক ব্লকের অন্তর্গত কালীচরণপুর এলাকায়। মৃত ওই দুই যুবকের নাম হল প্রণব দিন্দা, বয়স ২৫ বছর এবং চন্দন দাস, বয়স ২৯ বছর।
advertisement

মঙ্গলবার রাতে ফিরল মৃতদেহ

নন্দীগ্রামের এই দুই যুবক গুজরাতের কচ্ছ জেলার পাডানার একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। শেষ কয়েক বছর পরিযায়ী শ্রমিক হিসাবে গুজরাতের বিভিন্ন কারখানায় কাজ করেছেন ওই দুই যুবক। বিভিন্ন কারখানা ঘুরে গুজরাতের কচ্ছ এলাকার পাডানার ওই কারখানায় যোগ দেন। কিন্তু শনিবার কারখানায় ওয়েল্ডিংয়ের কাজের সময় বয়লারে আচমকা বিস্ফোরণ ঘটে। দ্রুত স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দন দাসের। পরে হাসপাতালে মৃত্যু হয় প্রণবের। কারখানার তরফ থেকেই তাদের মৃতদেহ বাড়িতে পাঠানো হয়।

advertisement

আরও পড়ুনঃ যুবকের বাড়ি থেকে মহিলার র*ক্তাক্ত দেহ উদ্ধার! অবৈবাহিক একত্রবাসের নির্মম পরিণতি, ডানকুনিতে চাঞ্চল্য

View More

ওই দুই যুবকের পরিবারের সূত্রে জানা যায়, শেষ পাঁচ মাস ধরে ওই কারখানায় কাজ করতেন তারা। চন্দনের বাড়িতে স্ত্রী ও দুই নাবালক সন্তান রয়েছে। প্রণবের বাবা-মা শারীরিকভাবে অক্ষম। প্রণব ছিল একমাত্র রোজগেরে সদস্য। এই দু’জন পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন।

advertisement

তাদের মৃত্যুতে একপ্রকার শোকে বিহ্বল হয়ে পড়েছে পরিবার থেকে গ্রামের মানুষজনেরা। শোকে ভেঙে পড়া এই দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে নন্দীগ্রাম-১ ব্লক প্রশাসন। ব্লক প্রশাসন সূত্রে জানা যায়, মৃত দুই পরিবারকে সরকারের তরফ থেকে দু’লক্ষ করে টাকা দেওয়া হবে।

আরও পড়ুনঃ রাতভর নিখোঁজ, সকাল হতেই সাংঘাতিক দৃশ্য! খাল থেকে উদ্ধার…! ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ, অদূরেই উলটে টোটো

advertisement

নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা ব্লক তৃণমূলের সহ-সভাপতি সেখ আলরাজী বলেন, ‘মৃত্যুর খবর পেয়েই আমাদের এখান থেকে পাঁচজন গুজরাতে মৃতদেহ আনতে গিয়েছিল। মঙ্গলবার রাতে মৃতদেহ এসেছে। এরা একেবারে দরিদ্র পরিবারের সন্তান। তাদের মৃত্যুতে পরিবারগুলি কার্যত অসহায় হয়ে পড়ল। প্রশাসন দুই পরিবারের পাশে রয়েছে’।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজোয় চমক! মা কালি এবার বৃক্ষরূপে! বাঁশ, খড়, মাটি, পাতা দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ
আরও দেখুন

নন্দীগ্রামের দিন আনা দিন খাওয়া পরিবারের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে গোটা এলাকা। কারখানার তরফ থেকে ইতিমধ্যে নিহত দুই শ্রমিকের পরিবারকে সাত লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে নন্দীগ্রামে বাড়িতে পৌঁছেছে চন্দন ও প্রনবের মৃতদেহ। হয়েছে দাহকার্য। ওই দু’জনের পরিবারের পাশাপাশি শোকাতুর গোটা গ্রাম।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সংসারের হাল ধরতে ভিনরাজ্যে পাড়ি, ফিরল নিথর দেহ! নন্দীগ্রামের ২ যুবকের সঙ্গে কী ঘটল গুজরাতে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল