যুবকের বাড়ি থেকে মহিলার র*ক্তাক্ত দেহ উদ্ধার! অবৈবাহিক একত্রবাসের নির্মম পরিণতি, ডানকুনিতে চাঞ্চল্য

Last Updated:

Dankuni Crime News: রবিবার গভীর রাতে ডানকুনি পৌরসভার ১৮ নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে বছর ৪৫-এর এক মহিলাকে রক্তাক্ত উদ্ধার করেছে ডানকুনি থানার পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।

মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডানকুনিতে
মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডানকুনিতে
ডানকুনি, হুগলি, রাণা কর্মকার: মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ডানকুনিতে। রবিবার গভীর রাতে ডানকুনি পৌরসভার ১৮ নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে বছর ৪৫-এর এক মহিলাকে রক্তাক্ত উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় শাশ্বত বায়েন নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম চৈতালি বিশ্বাস, বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। গত এক সপ্তাহ ধরে ডানকুনির ১৮ নং ওয়ার্ডে শাশ্বতর বাড়িতেই থাকছিলেন তিনি। গতকাল রাতে ওই বাড়ি থেকে হঠাৎই চিৎকার শুনতে পান স্থানীয়রা। তাঁরা পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আজ সকালে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃত্যু হয় চৈতালিদেবীর।
advertisement
আরও পড়ুনঃ রাতে আচমকাই তীব্র পিঠের যন্ত্রণা, শ্বাসকষ্ট! অকালে কীভাবে ঘনিয়ে এল যুবকের মৃত্যু? সাংঘাতিক অভিযোগ পরিবারের
প্রতিবেশিদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শাশ্বতকে। ধৃতের বিরুদ্ধে প্রাণে মারার চেষ্টা, মারধর-সহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। কী কারণে খুন? ধৃত ব্যক্তির সঙ্গে মহিলার সম্পর্ক কী? কত দিন একে অপরকে চেনেন তাঁরা? কেনই বা শাশ্বতের বাড়িতে এসে থাকছিলেন চৈতালি বিশ্বাস? সবই জানার চেষ্টা করছে ডানকুনি থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গভীর রাতে ভয়ঙ্কর কাণ্ড! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই মুদিখানা দোকান, বিপুল ক্ষতি, লক্ষ্মীপুজোর আগেই ‘লক্ষ্মীছাড়া’ মালিক
স্থানীয় তৃনমূল কাউন্সিলর সূর্য দে বলেন, শাশ্বত বায়েন এলাকার মানুষকে উত্যক্ত করত। মহিলাদের গালিগালাজ করত। ওর জ্বালাতনে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। আমি খবর পেয়ে এসে দেখি, ওর ঘরে মহিলা মুখ থুবড়ে পড়ে আছেন। অভিযুক্ত শ্বাশতর কঠোর শাস্তি দাবি করছি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যুবকের বাড়ি থেকে মহিলার র*ক্তাক্ত দেহ উদ্ধার! অবৈবাহিক একত্রবাসের নির্মম পরিণতি, ডানকুনিতে চাঞ্চল্য
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement