গভীর রাতে ভয়ঙ্কর কাণ্ড! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই মুদিখানা দোকান, বিপুল ক্ষতি, লক্ষ্মীপুজোর আগেই 'লক্ষ্মীছাড়া' মালিক
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Nadia Grocery Store Fire: লক্ষ্মীপুজোর আগেই ভয়ঙ্কর কাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল মুদিখানার দোকান। রবিবার রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে নাকাশিপাড়ার বেথুয়াডহরি মাছ বাজারের একটি মুদিখানা দোকান।
নদিয়া, সমীর রুদ্র: লক্ষ্মীপুজোর আগেই ভয়ঙ্কর কাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল মুদিখানার দোকান। মা লক্ষ্মীর আগমনের আগেই বিপুল ক্ষতির মুখে ব্যবসায়ী। রবিবার রাতে নদিয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরিতে একটি মুদিখানা দোকানে আগুন লেগে যায়।
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে নাকাশিপাড়ার বেথুয়াডহরি মাছ বাজারের একটি মুদিখানা দোকান। প্রতিদিনের মতোই রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন দোকান মালিক। এরপর দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান অপর এক দোকান মালিক। তৎক্ষণাৎ তিনি ওই দোকান মালিককে খবর দেন। নিজের দোকানে আগুন লেগেছে শুনে ছুটে আসেন মালিক।
advertisement
advertisement

দাউদাউ করে জ্বলছে মুদির দোকান
খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে মুদিখানার দোকানে আগুন লাগলো তা নিশ্চিত ভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কোজাগরী লক্ষ্মীপুজোর আগেই বিরাট ক্ষতির মুখে মুদিখানা দোকান মালিক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
October 06, 2025 9:16 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গভীর রাতে ভয়ঙ্কর কাণ্ড! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই মুদিখানা দোকান, বিপুল ক্ষতি, লক্ষ্মীপুজোর আগেই 'লক্ষ্মীছাড়া' মালিক