লক্ষ্মীপুজোয় ফল, সবজির আগুন দাম! হাত দিলেই লাগছে ছ্যাঁকা, বাজারে যাওয়ার আগে দেখে নিন কীসের দাম কত হল?
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Laxmi Puja 2025: আজ সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। এদিকে লক্ষীপুজোর বাজারে আগুন ছুটছে। ফল থেকে সবজির আগুন দাম। হাত দিলেই লাগছে ছ্যাঁকা। ফল, ফুল এবং সবজি সমস্ত জিনিসের দাম বেড়েছে। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মণ্ডল: সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। সপ্তাহের প্রথম দিনই মা লক্ষ্মীর আরাধনা হবে ঘরে ঘরে। এদিকে লক্ষীপুজোর বাজারে আগুন ছুটছে। ফল থেকে সবজির আগুন দাম। হাত দিলেই লাগছে ছ্যাঁকা। ফল, ফুল এবং সবজি সমস্ত জিনিসের দাম বেড়েছে। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তবে পুজোর দিনে দামকে উপেক্ষা করেই সকাল থেকে বাজারে ভিড়।
আজ কোজাগরী লক্ষ্মীপুজো। লক্ষীপুজায় ফলের দাম যতই আগুন হোক না কেন কিনতেই হবে। তাই সকাল সকাল বাজারে মানুষের ভিড়। পুজো বলে কথা, দাম বাড়লেও চাহিদায় ঘাটতি পড়েনি। একদিকে টানা বৃষ্টি অন্যদিকে লক্ষ্মীপুজো – এই দুই কারণে ফল এবং সবজি বাজারে আগুন ছুটছে। সমস্ত জিনিসেরই দাম বেড়েছে। বিষ্ণুপুরের চকবাজারে ডাবের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা যা বেড়ে হয়েছে ৮০ থেকে ১০০ টাকা। পেয়ারা ছিল ৮০ টাকা এখন হয়েছে ১২০ টাকা। কমলালেবু ছিল ১০০ টাকা এখন ১৫০ টাকা। বেদানার দম ২০০ টাকা কেজি।
advertisement

advertisement
লক্ষ্মীপুজোয় বাজারে ফলের আগুন দাম
শাখ আলু এবং পানিফল ১০০ টাকা প্রতি কেজি। শসা ৫০ টাকা প্রতি কেজি। অর্থাৎ সমস্ত সবজির দাম অত্যাধিক হারে বেড়েছে। অন্যদিকে দাম বেড়েছে সমস্ত সবজিরও ফুলকপি ৮০ টাকা বাঁধাকপি ৫০ টাকা, মুলো ৪০ টাকা, লঙ্কা ১০০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা। সমস্ত সবজির দাম পাঁচ টাকা থেকে দশ টাকা করে বেড়েছে প্রতি কেজিতে।
advertisement

লক্ষ্মীপুজো উপলক্ষে বেড়েছে ফুলের দাম
স্বাভাবিকভাবেই ফল, ফুল এবং সবজির দাম বাড়ায় সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত পরিবারগুলো। তবুও লক্ষীপুজোয় বাজার খালি নয়। পুজোর দিন সকাল সকাল তাই ভিড় জমেছে বাজারে বাজারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
October 06, 2025 8:44 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লক্ষ্মীপুজোয় ফল, সবজির আগুন দাম! হাত দিলেই লাগছে ছ্যাঁকা, বাজারে যাওয়ার আগে দেখে নিন কীসের দাম কত হল?