লক্ষ্মীপুজোয় ফল, সবজির আগুন দাম! হাত দিলেই লাগছে ছ্যাঁকা, বাজারে যাওয়ার আগে দেখে নিন কীসের দাম কত হল?

Last Updated:

Laxmi Puja 2025: আজ সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। এদিকে লক্ষীপুজোর বাজারে আগুন ছুটছে। ফল থেকে সবজির আগুন দাম। হাত দিলেই লাগছে ছ্যাঁকা। ফল, ফুল এবং সবজি সমস্ত জিনিসের দাম বেড়েছে। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

লক্ষ্মীপুজোয় বাজারে আগুন ছুটছে
লক্ষ্মীপুজোয় বাজারে আগুন ছুটছে
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মণ্ডল: সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। সপ্তাহের প্রথম দিনই মা লক্ষ্মীর আরাধনা হবে ঘরে ঘরে। এদিকে লক্ষীপুজোর বাজারে আগুন ছুটছে। ফল থেকে সবজির আগুন দাম। হাত দিলেই লাগছে ছ্যাঁকা। ফল, ফুল এবং সবজি সমস্ত জিনিসের দাম বেড়েছে। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তবে পুজোর দিনে দামকে উপেক্ষা করেই সকাল থেকে বাজারে ভিড়।
আজ কোজাগরী লক্ষ্মীপুজো। লক্ষীপুজায় ফলের দাম যতই আগুন হোক না কেন কিনতেই হবে। তাই সকাল সকাল বাজারে মানুষের ভিড়। পুজো বলে কথা, দাম বাড়লেও চাহিদায় ঘাটতি পড়েনি। একদিকে টানা বৃষ্টি অন্যদিকে লক্ষ্মীপুজো – এই দুই কারণে ফল এবং সবজি বাজারে আগুন ছুটছে। সমস্ত জিনিসেরই দাম বেড়েছে। বিষ্ণুপুরের চকবাজারে ডাবের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা যা বেড়ে হয়েছে ৮০ থেকে ১০০ টাকা। পেয়ারা ছিল ৮০ টাকা এখন হয়েছে ১২০ টাকা। কমলালেবু ছিল ১০০ টাকা এখন ১৫০ টাকা। বেদানার দম ২০০ টাকা কেজি।
advertisement
লক্ষ্মীপুজোয় বাজারে ফলের আগুন দাম
advertisement
লক্ষ্মীপুজোয় বাজারে ফলের আগুন দাম
শাখ আলু এবং পানিফল ১০০ টাকা প্রতি কেজি। শসা ৫০ টাকা প্রতি কেজি। অর্থাৎ সমস্ত সবজির দাম অত্যাধিক হারে বেড়েছে। অন্যদিকে দাম বেড়েছে সমস্ত সবজিরও ফুলকপি ৮০ টাকা বাঁধাকপি ৫০ টাকা, মুলো ৪০ টাকা, লঙ্কা ১০০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা। সমস্ত সবজির দাম পাঁচ টাকা থেকে দশ টাকা করে বেড়েছে প্রতি কেজিতে।
advertisement
লক্ষ্মীপুজো উপলক্ষে বেড়েছে ফুলের দাম
লক্ষ্মীপুজো উপলক্ষে বেড়েছে ফুলের দাম
স্বাভাবিকভাবেই ফল, ফুল এবং সবজির দাম বাড়ায় সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত পরিবারগুলো। তবুও লক্ষীপুজোয় বাজার খালি নয়। পুজোর দিন সকাল সকাল তাই ভিড় জমেছে বাজারে বাজারে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লক্ষ্মীপুজোয় ফল, সবজির আগুন দাম! হাত দিলেই লাগছে ছ্যাঁকা, বাজারে যাওয়ার আগে দেখে নিন কীসের দাম কত হল?
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement