রাতে আচমকাই তীব্র পিঠের যন্ত্রণা, শ্বাসকষ্ট! অকালে কীভাবে ঘনিয়ে এল যুবকের মৃত্যু? সাংঘাতিক অভিযোগ পরিবারের

Last Updated:

Beaten to Death: হায়দরাবাদের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন বছর উনিশের অভিজিৎ মেটে। দুর্গাপুজোর ছুটি কাটাতে সম্প্রতি নিজের গ্রাম নানুরের পাকুড়হাঁসে এসেছিলেন তিনি। কিন্তু সেই ছুটিই পরিণত হল তাঁর মৃত্যু মিছিলে।

নানুরে মারামারির জেরে মৃত্যু হল এক যুবকের
নানুরে মারামারির জেরে মৃত্যু হল এক যুবকের
বীরভূম, নানুর, ইন্দ্রজিৎ রুজ: নানুরে মারামারির জেরে মৃত্যু হল এক যুবকের। শোকস্তব্ধ বীরভূমের পাকুড়হাঁস গ্রাম। হায়দরাবাদের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন বছর উনিশের অভিজিৎ মেটে। দুর্গাপুজোর ছুটি কাটাতে সম্প্রতি নিজের গ্রাম পাকুড়হাঁসে এসেছিলেন তিনি। কিন্তু সেই ছুটিই পরিণত হল তাঁর মৃত্যু মিছিলে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, একাদশীর রাতে গ্রামের প্রসিদ্ধ সিংহবাহিনী দুর্গা প্রতিমার নিরঞ্জন উপলক্ষে অভিজিতের সঙ্গে পাড়ার কয়েকজন যুবকের বচসা বাধে। মুহূর্তের মধ্যে তা হাতাহাতিতে গড়ায়। যদিও সেদিনকার মতো অশান্তি মিটে যায়। কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ারও প্রয়োজন পড়েনি।
আরও পড়ুনঃ ‘জয় তারা’! আবির্ভাব তিথিতে গর্ভগৃহ থেকে বিশ্রাম মঞ্চে আসেন মা তারা, তারাপীঠের জীবিত কুণ্ডের ইতিহাস জানলে গায়ে কাঁটা দেবে
কিন্তু শনিবার রাত থেকে আচমকাই তীব্র পিঠের যন্ত্রণা ও শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন অভিজিৎ। ভোরে তাকে নানুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই রবিবার সকালে মৃত্যু হয় যুবকের।
advertisement
advertisement
অভিজিতের পরিবারের অভিযোগ, নিরঞ্জনের রাতে হওয়া বেধরক মারধরেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের বাড়ির মহিলাদের দাবি, ‘বড়সড় মারামারি হয়নি। উভয়পক্ষের মধ্যে শুধু ধস্তাধস্তিই হয়েছে। মারা যাওয়ার মতো কোন ঘটনা ঘটেনি’। তবে তারা পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের ফলাফলের উপর আস্থা রাখছেন বলে জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃত যুবকের পিসেমশাই মধুসূদন মেটে বলেন, ‘ছয়জনের বিরুদ্ধে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে’। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছেন তারা এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতে আচমকাই তীব্র পিঠের যন্ত্রণা, শ্বাসকষ্ট! অকালে কীভাবে ঘনিয়ে এল যুবকের মৃত্যু? সাংঘাতিক অভিযোগ পরিবারের
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement