রাতভর নিখোঁজ, সকাল হতেই সাংঘাতিক দৃশ্য! খাল থেকে উদ্ধার...! ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ, অদূরেই উলটে টোটো

Last Updated:

Bankura Toto Driver Death: বাঁকুড়ার বারিকুল থানার লেপাম গ্রামে সেচ খাল থেকে উদ্ধার এক টোটো চালকের রক্তাক্ত দেহ। শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত। কী কারণে টোটো চালকের এমন পরিণতি তদন্ত করছে পুলিশ।

বাঁকুড়ায় খাল থেকে টোটো চালকের দেহ উদ্ধার
বাঁকুড়ায় খাল থেকে টোটো চালকের দেহ উদ্ধার
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: গ্রাম সংলগ্ন একটি সেচ খাল থেকে উদ্ধার এক টোটো চালকের রক্তাক্ত দেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার বারিকুল থানার লেপাম গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুশীল হেমব্রম। নিহত টোটো চালকের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গিয়েছে। যা দেখে পুলিশ একপ্রকার নিশ্চিত, তাকে খুন করা হয়েছে। কী কারনে টোটো চালককে খুন করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।
বাঁকুড়ার বারিকুল থানার লেপাম গ্রামে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাস করতেন সুশীল হেমব্রম। পেশায় টোটো চালক সুশীল সোমবার বিকালে স্থানীয় রসপাল বাজারে যান। সেখান থেকে রাতেই তাঁর বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু তিনি বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। খোঁজাখুঁজিও করেন তাঁরা। কিন্তু কোন সন্ধান মেলেনি।
advertisement
আরও পড়ুনঃ ঘুমের মধ্যে আচমকাই ফাটল গ্যাস সিলিন্ডার! বেঙ্গালুরুতে কাজে গিয়ে অগ্নিদগ্ধ মুর্শিদাবাদের ৭ পরিযায়ী শ্রমিক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা
মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজন জানতে পারেন সুশীলের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে গ্রাম সংলগ্ন সেচ খালের কাদার মধ্যে। অদূরেই পড়ে রয়েছে তাঁর টোটোটিও। খবর পাওয়ার পর পুলিশ সুশীলের রক্তাক্ত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো কোন অস্ত্রের আঘাতেই খুন করা হয়েছে সুশীলকে। তবে খুনের পিছনে কী কারণ রয়েছে তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতভর নিখোঁজ, সকাল হতেই সাংঘাতিক দৃশ্য! খাল থেকে উদ্ধার...! ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ, অদূরেই উলটে টোটো
Next Article
advertisement
Bihar Assembly Election Dates 2025: দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
দু দফায় হবে বিহারের বিধানসভা নির্বাচন! কবে ফল ঘোষণা, নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন
  • বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের৷

  • নভেম্বর মাসে দু দফায় হবে ভোটগ্রহণ৷

  • ১৪ নভেম্বর বিহার বিধানসভা ভোটের ফল ঘোষণা৷

VIEW MORE
advertisement
advertisement